রহস্য ঘনীভূত: ফটিকছড়ির সীমান্তে হাজার বোতল বিদেশি মদ উদ্ধার, থানায় জমা হলো মাত্র ১০০ বোতল
মু. আজিজ, ফটিকছড়ি প্রতিনিধি।
ফটিকছড়ি উপজেলার সীমান্ত এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, প্রায় ১,০০০ বোতল বিদেশি দামি মদ আটক করেছে সীমান্তরক্ষী বাহিনী। কিন্তু একদিন পর বিজিবির সদস্য রহম মাত্র ১০০ বোতল মদ ভূজপুর থানায় জমা দেন, এবং কোনো আসামিকে গ্রেফতার না করেই ‘আটক দেখানো’ হয় বলে অভিযোগ উঠেছে।
ঘটনাটি জানার জন্য যখন ভূজপুর থানায় যোগাযোগ করা হয়, তখন সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান- “বিষয়টি আমাদের অধীনে নয়। এটি সম্পূর্ণ বিজিবির আওতাধীন।”
এছাড়াও তারা জানান, বিজিবি তাদেরকে এখনো কোনো আনুষ্ঠানিক তথ্য দেয়নি।
স্থানীয়দের প্রশ্ন, যদি সত্যিই ১,০০০ বোতল মদ আটক হয়ে থাকে, তাহলে বাকি ৯০০ বোতল কোথায় গেল?
কেন কাউকে গ্রেফতার করা হলো না? তদন্ত ছাড়া কীভাবে শুধু ১০০ বোতল হস্তান্তর করা হলো?
নাম প্রকাশে অনিচ্ছুক সীমান্ত এলাকার কয়েকজন বাসিন্দা বলেন, “প্রতিনিয়ত সীমান্ত এলাকায় এমন ঘটনা ঘটে। বড় চালান ধরা হলেও পুরোটা থানায় জমা দেওয়া হয় কিনা—তা কেউ জানে না। তদন্ত হলে অনেক সত্য বেরিয়ে আসবে।”
এ ঘটনায় স্থানীয়দের মাঝে গভীর সন্দেহ ও সমালোচনা তৈরি হয়েছে।
তারা দাবি জানিয়েছেন – অবিলম্বে ঘটনার সঠিক তদন্ত করে প্রকৃত সত্য জনসম্মুখে প্রকাশ করা হোক।











