রমজান উপলক্ষে কুমিল্লা জেলা পুলিশের মতবিনিময় সভা

মো.আনোয়ার হোসাইন, কুমিল্লা: পবিত্র মাহে রমজান উপলক্ষে কুমিল্লায় ব্যবসায়ী ও বিভিন্ন খাতের প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় সভা করেছে জেলা পুলিশ।
বুধবার (৫ মার্চ) বিকেলে জেলা পুলিশ সুপার কার্যালয়ের কনফারেন্স রুমে কুমিল্লা পুলিশ সুপার মোহাম্মাদ নাজির আহমেদ খাঁনের আয়োজনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় উপস্থিত ব্যবসায়ী, যানবাহন মালিক ও অন্যান্য প্রতিনিধিরা রমজান মাসে শহরের সার্বিক নিরাপত্তা, পণ্যের কৃত্রিম সংকট রোধ, পুলিশের টহল জোরদার, অবৈধভাবে ফুটপাত দখল রোধ, যানজট নিরসন, এবং অর্থ বহনে নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিতের মতো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা তুলে ধরেন।
আলোচনা শেষে কুমিল্লা জেলা পুলিশ সুপার মোহাম্মাদ নাজির আহমেদ খাঁন বলেন, জেলা পুলিশ সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করতে বদ্ধপরিকর। শহরের গুরুত্বপূর্ণ মার্কেট ও পয়েন্টে পুলিশ মোতায়েন করা হবে। ছিনতাই ও চুরি প্রতিরোধে দিন ও রাতে নিয়মিত টহল চলবে। তিনি সাধারণ জনগণকে ব্যক্তিগত নিরাপত্তা সংক্রান্ত সচেতনতা বাড়ানোর আহ্বান জানান এবং বড় অঙ্কের টাকা বহনের ক্ষেত্রে পুলিশের সহায়তা নেওয়ার অনুরোধ জানান। এ ছাড়াও ট্রাফিক ব্যবস্থার উন্নয়নে জেলা পুলিশ নিরবচ্ছিন্নভাবে কাজ করবে এবং রমজানে কৃত্রিম সংকট তৈরি করে বাজারে অস্থিরতা যেন সৃষ্টি না হয়, সে বিষয়েও নজরদারি করা হবে বলে তিনি আশ্বস্ত করেন।