ঢাকা | এপ্রিল ১৯, ২০২৫ - ১২:৪২ অপরাহ্ন

শিরোনাম

রমজানের পবিত্রতা রক্ষা ও দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের দাবিতে জামায়াতের বিক্ষোভ

  • আপডেট: Friday, February 28, 2025 - 7:03 pm
এএসটি সাকিল, ভোলা।।  বাংলাদেশ জামায়াতে ইসলামী  বোরহানউদ্দিন শাখার উদ্যোগে মাহে রমজানের পবিত্রতা রক্ষা ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণের দাবিতে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বিকেলে উপজেলার বিভিন্ন স্থান থেকে খন্ড খন্ড মিছিল এসে জামায়াতে অফিসের সামনে একত্রিত হয়। পরে আসর নামাজ শেষে উত্তর বাসস্ট্যান্ডে থেকে মিছিলটি শুরু করে এবং হাসপাতাল রোড হয়ে দক্ষিণ বাসস্ট্যান্ডে এসে শেষ হয়।
বিক্ষোভ মিছিল শেষ স্থানীয় নেতাকর্মীর রমজানের পবিত্রতা রক্ষায় দিনের বেলা বাজারের হোটেল রেস্তোরাঁ বন্ধ রাখা ও দ্রব্যমূল্যের নিয়ন্ত্রণে স্থানীয় প্রশাসনকে ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান স্থানীয় নেতারা।
এসময় পবিত্র মাহে রমজানকে স্বাগত জানিয়ে ও দ্রব্যমূল্যের দাম নিয়ন্ত্রণে আনার রাখার আহ্বান জানিয়ে বক্তব্য রাখেন, ভোলা -২ আসনের জামায়াত মনোনীত প্রার্থী মাওলানা ফজলুল করিম,  বোরহানউদ্দিন শাখার উপজেলা আমীর মাওলানা মাকসুদুর রহমান, নায়েবি আমীর মাওলানা সফিউল্লাহ, পৌরসভা আমীর মাওলানা আমান উল্যাহ প্রমুখ।