আহমদ উল্লাহ, চট্টগ্রাম।। অলিকুল শিরোমণি আতায়ে রাসূল হযরত খাজা মঈনুদ্দীন চিশতী হাসান ছনজিরী (র.) এর ৩১ তম বার্ষিক ওরস শরীফ ও বিশ্বের সকল ওলীগণের ফাতেহা শরীফ হাটহাজারী পশ্চিম এনায়েতপুর ও হাসিম নগর যুব সমাজের উদ্দ্যোগে ২০ শে ফেব্রুয়ারী (বৃহস্পতিবার) মুঈনিয়া আহমদিয়া দাখিল মাদ্রাসার পশ্চিমে মফজল সওদাগর দোকান সংলগ্ন মাঠে অনুষ্ঠিত হয়।
প্রতি বৎসরের ন্যায় এবারও মহাসমারোহে ১৬ টি হাদিয়া জবেহর মাধ্যমে উন্মুক্ত তবারুক সর্বস্তরের মানুষের মাঝে পরিবেশন করা হয়। কর্মসূচির মধ্যে বাদে আসর খতমে কুরআন, মিলাদ মাহফিল, বাদে মাগরিব ওয়াজ মাহফিল, বাদে এশা প্রখ্যাত কাওয়ালদের অংশগ্রহণে চেমা, কাওয়ালী পরিবেশন এবং সর্বশেষ তবারুক বিতরণ করা হয়।
প্রতি বৎসর এ ওরস শরীফকে কেন্দ্র করে এলাকার আবাল বৃন্দ বনিতা , নওজোয়ান তথা সর্বস্তরের মানুষের মাঝে বিপুল উৎসাহ উদ্দীপনা দেখা যায় এবং এলাকার অনেক প্রবাসীরা এ আয়োজনে শরীক হওয়ার নিয়তে সুদুর প্রবাস থেকে দেশে এসে পাড়ি জমায় ওরস শরীফ সর্বাত্মক সাফল্যমন্ডিত করার জন্য। ওরস শরীফকে কেন্দ্র করে মাঠের অদূরে গ্রামীন লোকজ মেলা বসে।