ঢাকা | আগস্ট ১৪, ২০২৫ - ১:৪২ পূর্বাহ্ন

শিরোনাম

যুবকরা রক্ত দেয়, আর প্রবীণরা প্রতারিত করে: হান্নান মাসউদ

  • আপডেট: Wednesday, August 13, 2025 - 3:29 am

জাগো জনতা অনলাইন।। পূর্বপুরুষরা ব্রিটিশ ও পাকিস্তান থেকে মুক্তি দিয়েছে উল্লেখ করে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসউদ বলেছেন, আমরা যুবকরা অভিভাবকদের সঙ্গে নিয়ে দিল্লির দাসত্ব থেকে এই বাংলাদেশকে মুক্ত করেছি। আমরা যতবারই ইতিহাসের দিকে তাকাই, যত ইতিহাসের বাঁকবদল ঘটেছে, প্রতিটি বাঁক বদলে নেতৃত্ব দিয়েছে যুবকরা।

যতবারই ইতিহাসের বাঁকবদল করে দিয়েছে যুবকরা, ততবারই যুবকদের অবমূল্যায়ন করে নেতৃত্ব হাতে তুলে নিয়েছিলেন প্রবীণরা। আমরা এখানে প্রবীণ-যুবকদের ভেদাভেদ সৃষ্টি করতে আসিনি।
আমরা বলতে চাই, যুবকরা বারবার রক্ত দেয়, পরবর্তীতে যারা দেশ গঠনে ভূমিকা রাখার কথা বলে, তারা বারবারই যুবকদের প্রতারিত করে।

মঙ্গলবার (১২ আগস্ট) সন্ধ্যায় আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশনে (কেআইবি) জাতীয় যুবশক্তি আয়োজিত জাতীয় যুব সম্মেলনে তিনি এসব কথা বলেন।

হান্নান মাসউদ বলেন, আগামীর বাংলাদেশ গড়ে তুলতে যুবকরাই নেতৃত্ব দেবে। যারা আমাদের বাচ্চা ছেলে মনে করে, তারা বলে বাচ্চাদের কাছে বাংলাদেশ নিরাপদ নয়। এই বাচ্চা ছেলেরাই সামনে থেকে বুক পেতে গুলি খেয়ে শহীদ হয়ে আপনাদের নিরাপদ বাংলাদেশ উপহার দিয়েছে।

জাতীয় যুবশক্তির আহ্বায়ক অ্যাডভোকেট মো. তারিকুল ইসলামের সভাপতিত্বে যুব সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক মো. নাহিদ ইসলাম।

 

জাতীয় যুবশক্তির সদস্য সচিব ডা. জাহেদুল ইসলামের সঞ্চালনায় সম্মেলনে এ সময় আরো বক্তব্য দেন- বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি, জামায়াতে ইসলামীর নায়েবে আমির সৈয়দ আব্দুলাহ মোহাম্মদ তাহের, এনসিপির সদস্য সচিব আখতার হোসেন, এনসিপির মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আব্দুল্লাহ, এনসিপির মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম, এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ, জাতীয় যুবশক্তির মুখ্য সংগঠক ইঞ্জিনিয়ার ফরহাদ সোহেল, এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন, এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদিব, এনসিপির সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারা, এনসিপির সিনিয়র যুগ্ম সদস্য সচিব নাহিদা সারোয়ার নিভা, এনসিপির সিনিয়র যুগ্ম মুখ্য সংগঠক হান্নান মাসউদ, জাতীয় যুবশক্তির মুখ্য যুব উন্নয়ন সমন্বয়ক খালেদ মোস্তফা, জাতীয় যুবশক্তির সিনিয়র যুগ্ম আহ্বায়ক তুহিন মাহমুদ, জাতীয় যুবশক্তির সিনিয়র যুগ্ম সদস্য সচিব দ্যুতি অরণ্য, বাংলাদেশ যুব অধিকার পরিষদের সভাপতি মঞ্জুর আহসান মোর্শেদ প্রমুখ।