যুদ্ধে ইউক্রেনে ধ্বংস হয়েছে ১,৩০০ স্কুলঃ ইউনিসেফ
মো: খায়রুল আলম খান : রাশিয়ার ২০২২ সালে অভিযান শুরুর পর থেকে ইউক্রেন নিয়ন্ত্রিত অঞ্চলে ১,৩০০ স্কুল ধ্বংস করা হয়েছে বলে জানিয়েছে জাতিসংঘ শিশু তহবিল ইউনিসেফ।
মঙ্গলবার (২৯ আগস্ট) সংস্থাটির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, প্রাথমিক পর্যায়ের এক তৃতীয়াংশ শিশু ঘরেই পড়াশোনা করছে। তাদের অনেকেই যা শিখেছিল তা ভুলে গেছে।
অভিযান শুরুর পরে ইউক্রেন ছেড়ে পালানো শিশুরা এই প্রতিবেদনের আওতায় আসেননি। তারাও পড়াশোনা থেকে বঞ্চিত হচ্ছেন।
ইউনিসেফ বলছে, ১৮ মাসে সারাদেশে আবাসিক এলাকায় ক্ষেপণাস্ত্র ও আর্টিলারি হামলায় কিছু স্কুল সরাসরি আঘাতের শিকার হয়েছে। অনেকেই হামলার আতঙ্কে স্কুল বন্ধ করে দিয়েছে।
প্রতিবেদনে বলা হয়, ইউক্রেনের অভ্যন্তরে স্কুলে অবিরাম হামলা অব্যাহত রয়েছে। সেখানে পড়াশোনার নিরাপদ পরিবেশ নেই।
কোভিড-১৯ এর কারণে অনেক শিশু স্কুলের মুখ দেখেনি। আর এরপর যুদ্ধের কারণে তারা চূড়ান্তভাবে পড়াশোনা থেকে বঞ্চিত হয়েছে।
ইউরোপ ও মধ্য এশিয়ার ইউনিসেফের আঞ্চলিক পরিচালক রেজিনা ডি ডোমিনিসিস বলেন, ইউক্রেনের শিশুদের শিক্ষায় অগ্রগতির জন্য সংগ্রাম করতে হচ্ছে। এমনকি স্কুল খোলা থাকার সময় তারা যা শিখেছিল, তা মনে রাখতেও তাদের কষ্ট করতে হচ্ছে।
ইউক্রেনের প্রায় অর্ধেক শিক্ষক ভাষা, পঠন ও গণিতে শিক্ষার্থীদের দক্ষতার অবনতির কথা জানিয়েছেন।