ঢাকা | আগস্ট ২, ২০২৫ - ৮:২৩ পূর্বাহ্ন

শিরোনাম

যুক্তরাষ্ট্রের পুননির্ধারিত শুল্কের হার রফতানি খাতের জন্য সন্তোষজনক : আমীর খসরু

  • আপডেট: Friday, August 1, 2025 - 12:34 pm

জাগো জনতা অনলাইন: বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, বাংলাদেশি পণ্য রফতানিতে যুক্তরাষ্ট্র প্রশাসনের আরোপ করা পাল্টা শুল্কের হার ৩৫ থেকে কমিয়ে ২০ শতাংশে পুননির্ধারণ রফতানি খাতের জন্য ‘সন্তোষজনক অবস্থা’।

আজ শুক্রবার গুলশানে নিজের বাসায় সাংবাদিকদের কাছে এক প্রতিক্রিয়ায় তিনি এ কথা বলেন।

সার্বিকভাবে ট্যারিফের ফিগারটা সন্তোষজনক উল্লেখ করে তিনি বলেন, ‘যে শুল্ক নির্ধারণ করা হয়েছে প্রতিযোগিতায় আমরা তুলনামূলকভাবে একটা সন্তোষজনক অবস্থানে রয়েছি। আমরা ২০ শতাংশ, পাকিস্তান ১৯ শতাংশ, ভিয়েতনাম ২০ শতাংশ, ভারতের জন্য ২৫ শতাংশ।’

আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, ‘পুরো নেগোসিয়েশনের সার্বিক বিষয়টা তো আমাদের জানা নেই।

আমরা শুধু ট্যারিফের বিষয়টা জানি। সার্বিক বিষয়টা জানার পরে এই বিষয়ে মন্তব্য করতে পারবো।’

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আপাতত ২০ শতাংশ ট্যারিফ নির্ধারণ অন্তত এই মুহূর্তে আমাদের রফতানি বাজার বাধাগ্রস্ত করবে না। সুতরাং এই মুহূর্তে এটা সন্তোষজনক সিদ্ধান্ত।

তিনি বলেন, ‘আমাদের মনে রাখতে হবে, এটা শুধুমাত্র একটা ট্যারিফের বিষয় নয়। এর পেছনের আরো যে বিষয়গুলো জড়িত আছে, সেগুলো সম্মিলিতভাবে আমাদের বিবেচনায় আনতে হবে। সেই বিবেচনাটা গুরুত্বপূর্ণ আগামী দিনের জন্য। কিন্তু আপাতত আমাদের রফতানিকারকরা স্বস্তি পেয়েছে বলে আমি মনে করি।’

আমীর খসরু বলেন, ‘সেজন্য বাংলাদেশে বিনিয়োগ পরিবেশ, অর্থনীতিতে সাধারণ মানুষের অংশগ্রহণ এবং আমাদের যে ক্যাপাসিটি বিল্ডিং-ইউজ অব ড্রিম বিজনেস-যেটা অত্যন্ত নিচে এখন, সেটাকে এই ডিরেগুলেশনের মাধ্যমে, রিভেলুয়েশনের মাধ্যমে আমাদের পরিবর্তন আনতে হবে। আমরা সেদিকেই যাবো আগামী দিনে।’