যারা কর ফাঁকি দিচ্ছে, তাদের চিহ্নিত করে বকেয়া আদায়: এনবিআর চেয়ারম্যান
নিজস্ব প্রতিবেদক।। রাজস্ব আদায় বাড়াতে ভ্যাট ও আয়কর সংগ্রহের ওপর জোর দেয়া হচ্ছে বলে জানিয়েছেন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান আবদুর রহমান খান। ভ্যাট দিবস উপলক্ষে নতুন করে এক লাখ নিবন্ধন করার লক্ষ্যমাত্রাও নির্ধারণ করা হয়েছে বলে জানান তিনি।
আজ মঙ্গলবার (৯ ডিসেম্বর) সকালে রাজধানীর আগারগাঁওয়ে ভ্যাট দিবস ও ভ্যাট সপ্তাহ উপলক্ষে এনবিআর ভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন চেয়ারম্যান।
তিনি বলেন, যারা কর ফাঁকি দিচ্ছে, তাদের চিহ্নিত করে বকেয়া আদায়ে কাজ করছে এনবিআর।
চেয়ারম্যান আরও বলেন, ভ্যাট আইনের জটিলতা ও রেট ভিন্ন হওয়ায় কাঙ্ক্ষিত মুসক আদায় সম্ভব হচ্ছে না। তাই ট্যাক্স ও ভ্যাট প্রক্রিয়া সহজীকরণে ডিজিটালাইজেশনের ওপর গুরুত্ব দেয়া হচ্ছে। এখন পর্যন্ত অনলাইনে ২২ লাখ রিটার্ন জমা পড়েছে। যা ৪০ লাখ ছাড়িয়ে যাবে বলে আশা এনবিআর চেয়ারম্যানের।











