ঢাকা | এপ্রিল ৩, ২০২৫ - ২:০০ অপরাহ্ন

যশোরে চোখ তুলে নেওয়ার ঘটনায় আহত ব্যক্তির মৃত্যু, আটক নারী

  • আপডেট: Sunday, March 30, 2025 - 7:06 am

জাগো জনতা অনলাইন।। যশোরে বিয়াইয়ের চোখ তুলে নেওয়ার ঘটনায় গুরুতর আহত সিরাজুল ইসলাম চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। শনিবার সকালে যশোর শহরের বাহাদুর জেস গার্ডেন পার্কের পেছনে ঘটে যাওয়া এ ঘটনায় তিনি প্রথমে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি হন এবং পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় স্থানান্তর করা হয়।

তার ছেলে মফিজুল ইসলাম ইমন জানান, শনিবার সন্ধ্যার দিকে তার বাবা চিকিৎসাধীন অবস্থায় মারা যান। বর্তমানে তার মরদেহ মর্গে রাখা হয়েছে এবং আগামীকাল ময়নাতদন্ত শেষে লাশ যশোরে আনা হবে।

তিনি আরও জানান, পুরো ঘটনার পেছনে মূলত আর্থিক লেনদেনের জেরে বিরোধ তৈরি হয়, যা পরে সংঘর্ষে রূপ নেয়। তিনি বলেন, “আমরা খুব দ্রুত সংবাদ সম্মেলন করে প্রকৃত ঘটনা জানাব এবং এরপর আইনি ব্যবস্থা নেব।”

অন্যদিকে, এ ঘটনায় অভিযুক্ত হাসি বেগম পুলিশের হেফাজতে রয়েছেন। তিনি পাল্টা অভিযোগ করে বলেন, সিরাজুল ইসলাম তাকে দীর্ঘদিন ধরে কুপ্রস্তাব দিয়ে আসছিলেন, যা থেকে এই সংঘর্ষের সূত্রপাত।

যশোর কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ আবুল হাসনাত বলেন, “ঘটনার তদন্ত চলছে। নিহতের পরিবারের পক্ষ থেকে মামলা দায়ের করলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”