ঢাকা | নভেম্বর ১১, ২০২৫ - ৫:০৬ অপরাহ্ন

শিরোনাম

মোহাম্মদপুরে ছাত্রদল নেতার ঝুলন্ত মরদেহ উদ্ধার

  • আপডেট: Tuesday, November 11, 2025 - 3:40 pm

জাগো জনতা অনলাইন।। রাজধানীর মোহাম্মদপুর থানা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সাব্বির আহমেদের (২৭) ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার (১১ অক্টোবর) মোহাম্মদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) কাজী রফিক আহমেদ এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানিয়েছেন, মোহাম্মদপুরের চন্দ্রিমা হাউজিংয়ের একটি বাসা থেকে সাব্বির আহমেদের ঝুলন্ত মরদেহ উদ্ধার করে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নেন তার সহকর্মীরা। সেখানকার চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

ওসি আরো জানান, সাব্বির আহমেদসহ ৩-৪ জন চন্দ্রিমা হাউজিংয়ের ওই বাসায় থাকতেন। মঙ্গলবার সকালে অন্যরা যে যার মতো কাজে চলে যান। পাশের কক্ষের লোকজন সাব্বিরের কক্ষের দরজা বন্ধ দেখে ডাকাডাকি করে কোনো সাড়া পাচ্ছিলেন না। পরে দরজা ভেঙে কক্ষে ঢুকে তাকে ঝুলন্ত অবস্থায় দেখেন। সাব্বিরকে হত্যা করা হয়েছে নাকি তিনি আত্মহত্যা করেছেন, সে বিষয়ে তদন্ত চলছে।