ঢাকা | আগস্ট ২৩, ২০২৫ - ৫:২৮ অপরাহ্ন

শিরোনাম

মোংলা বন্দর শ্রমিক কর্মচারী সংঘের আলোচনা সভা

  • আপডেট: Sunday, August 17, 2025 - 8:07 am
স্টাফ রিপোর্টার, মোংলা।।মোংলা বন্দর শ্রমিক কর্মচারী সংঘ (রেজি-নং: ২১৪৩) এর উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১৭ আগষ্ট) সকাল সাড়ে ১১টায় সংগঠনের প্রধান কার্যালয়ে সাবেক পৌর প্যানেল মেয়র ও কাউন্সিলর মোঃ আলাউদ্দিন’র সভাপতিত্বে এসময় সংগঠনের শ্রমিক ও কর্মচারীবৃন্দসহ শ্রমিক সমাজের গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
সভায় শ্রমিকদের ন্যায্য অধিকার, সুযোগ-সুবিধা ও কল্যাণ সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়। শ্রমিকদের বাস্তবসম্মত দাবি দাওয়া নিশ্চিত করার লক্ষ্যে ১৮ দফা দাবি উত্থাপন করা হয়। যা মালিকপক্ষ ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করার সিদ্ধান্ত গৃহীত হয়েছে।
সভাপতির বক্তৃতায় মো. আলাউদ্দিন বলেন, শ্রমিকদের ন্যায্য অধিকার আদায়ের লক্ষ্যে এই ১৮ দফা বাস্তবায়ন সময়ের দাবি। সংগঠনের পক্ষ থেকে সব সদস্যকে ঐক্যবদ্ধ থেকে দাবি আদায়ের আন্দোলনে সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান এবং সংগঠনের চলমান কার্যক্রমকে অধিকতর গতিশীল করার সংকল্প ব্যক্ত করেন তিনি।