ঢাকা | ডিসেম্বর ১১, ২০২৫ - ১:৩২ পূর্বাহ্ন

শিরোনাম

মোংলায মানবাধিকার দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা 

  • আপডেট: Wednesday, December 10, 2025 - 7:39 pm
স্টাফ রিপোর্টার, মোংলা।। বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে আয়োজিত ন্যাশনাল প্রেস সোসাইটি গণমাধ্যম ও মানবাধিকার
সংস্থা উদ্যোগে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ বুধবা সকালে মোংলা শ্রম কল্যাণ রোডের  সামনে থেকে একটি বিশাল র‌্যালি বের হয়। র‌্যালিটি পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে মোংলা পৌর মার্কেটের সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানেই এক আলোচনা সভার আয়োজন করা হয়।
আলোচনা সভায় বক্তারা মানবাধিকারের সুরক্ষা, শ্রমিক অধিকার, নারী-শিশু নির্যাতন প্রতিরোধ এবং সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠায় সবাইকে সোচ্চার হওয়ার আহ্বান জানান।
তারা বলেন, মানবাধিকার কেবল একটি দিবস নয়, এটি প্রতিদিনের জীবনযাপনের অবিচ্ছেদ্য অংশ হওয়া উচিত।
অনুষ্ঠানে সর্বস্তরের মানুষের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।  শ্রমিক, ব্যবসায়ী, শিক্ষার্থী, সাংবাদিক, সামাজিক সংগঠকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।
কর্মসূচির সার্বিক তত্ত্বাবধানে ছিলেন গণমাধ্যম ও মানবাধিকার সংস্থার সভাপতি মো. বেল্লাল হোসেন।
তিনি বলেন, “মানবাধিকার দিবস শুধু উদযাপনের জন্য নয়, এটি আমাদের দায়িত্ববোধ জাগ্রত করার দিন। মোংলাবাসী আজ প্রমাণ করেছে, তারা মানবাধিকারের পক্ষে সোচ্চার।”
এসম স্থানীয় জনপ্রতিনিধি, শ্রমিক নেতৃবৃন্দ, সাংবাদিকবৃন্দ ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। কর্মসূচি শেষে সবাইকে ধন্যবাদ জানিয়ে সভার সমাপ্তি ঘোষণা করা হয়।