ঢাকা | আগস্ট ২৩, ২০২৫ - ১১:৪৩ পূর্বাহ্ন

শিরোনাম

মোংলায় সাড়ে ১০ কেজি হরিণের মাংসসহ একজন আটক

  • আপডেট: Friday, August 22, 2025 - 10:55 am
(স্টাফ রিপোর্টার) মোংলা।। বাগেরহাটের মোংলায় সাড়ে ১০ কেজি হরিণের মাংসসহ একজনকে আটক করেছে কোস্ট গার্ড।
শুক্রবার (২২ আগস্ট) মধ্যরাত ২টায় অভিযান চালিয়ে সাড়ে ১০ কেজি হরিণের মাংস ও ৮ টি পাসহ একজন হরিণ শিকারীকে আটক করা হয়। আজ দুপুরে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, কোস্ট গার্ড স্টেশন হারবারিয়া কর্তৃক বাগেরহাটের মোংলা থানাধীন সাইলো সংলগ্ন এলাকায়
গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন ওই এলাকা হতে সাড়ে ১০ কেজি হরিণের মাংস ও ৮ টি পা সহ কুখ্যাত ১ জন হরিণ শিকারীকে আটক করা হয়। জব্দকৃত হরিণের মাংস ও আটককৃত ব্যক্তির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য চাঁদপাই ফরেস্ট অফিসের নিকট হস্তান্তর করা হয়।
তিনি আরো বলেন, বন্যপ্রাণী হত্যা ও পাচার রোধের মাধ্যমে সুন্দরবনের জীববৈচিত্র্য রক্ষার লক্ষ্যে কোস্ট গার্ড ভবিষ্যতেও এধরনের অভিযান অব্যাহত রাখবে।