স্টাফ রিপোর্টার, মোংলা।। বাগেরহাটের মোংলায় শতাধিক গরিব মেধাবী শিক্ষার্থীকে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া শিক্ষা বৃত্তি দেয়া হয়েছে।
আজ বৃহস্পতিবার দুপুরে মোংলা উপজেলা অডিটোরিয়ামে রামপাল মোংলা কল্যান ফাউন্ডেশনের উদ্যোগে এই শিক্ষা বৃত্তি দেয়া হয়। এসময় দুইশত অসহায় গরিব নারীদের মাঝে উপহার হিসেবে শাড়িও বিতরণ করা হয়।
অনুষ্ঠানে শাড়ি ও বৃত্তি তুলে দেন বিএনপির কেন্দ্রীয় কমিটির গবেষনা বিষয়ক সম্পাদক কৃষিবিদ শামিমুর রহমান শামিম।
তিনি বলেন, শিক্ষা ব্যবস্থাকে এগিয়ে নিতে দেশে বেগম খালেদা জিয়ার নামে শিক্ষা বৃত্তি প্রকল্প চালু করা হয়েছে। ওই প্রকল্পের আওতায় মোংলার শতাধিক গরিব মেধাবী শিক্ষার্থীকে সহায়তা করা হচ্ছে। একই সাথে যারা অসহায় নারী পুরুষ আছেন; তাদের শাড়ি লুঙ্গি উপহার দেয়া হয়েছে।
তিনি আরো বলেন, বেগম খালেদা জিয়া বাংলাদেশ ও বাংলাদেশের মানুষের জন্য বার বার কারাবরণ করেছেন। ফ্যাসিবাদের বিরুদ্ধে নিজের জীবন উৎসর্গ করেছেন। তিনি এখন অসুস্থ দেশবাসির কাছে দোয়া চেয়েছেন।
খুলনা বিশ্ব বিদ্যালয়ে অধ্যাপক ও গবেষক সামিউল হকের সভাপতিত্বে বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সাবেক কাউন্সিলর ও সাবেক পৌর বিএনপির যুগ্ম আহ্বায় এমরান হোসেন, নারী নেত্রী শামীমা আক্তার লাইজু,আরাফাত রহমান কোকো ক্রীড়া সংসদের মোংলা উপজেলা সভাপতি শাহ আলম শেখ, সাবেক কাউন্সিলর ইমাম হোসেন রিপনস,
পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. সাব্বির হোসেন, সদস্য সচিব মোঃ নূরউদ্দিন টুটুল, যুবদল নেতা মহসিন পাটোয়ারী প্রমুখ।