ঢাকা | জানুয়ারী ২১, ২০২৬ - ৯:৩৪ অপরাহ্ন

শিরোনাম

মোংলায় যৌথ অভিযানে গাঁজাসহ মাদক কারবারি আটক

  • আপডেট: Wednesday, January 21, 2026 - 7:30 pm
স্টাফ রিপোর্টার, মোংলা।। বাগেরহাটের মোংলায় কোস্ট গার্ড ও পুলিশের যৌথ অভিযানে ১ কেজি গাঁজাসহ এক মাদক কারবারিকে আটক করা হয়েছে। জব্দকৃত গাঁজার আনুমানিক মূল্য প্রায় ৩২ হাজার টাকা।
বুধবার (২১ জানুয়ারি ২০২৬) বিকালে কোস্ট গার্ড বেইস মোংলার মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে ওইদিন সকাল ১১টার দিকে কোস্ট গার্ড বেইস মোংলা ও মোংলা থানা পুলিশের সমন্বয়ে মোংলা থানাধীন দিগরাজ বাঁশ বাজার সংলগ্ন এলাকায় যৌথ অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে তল্লাশি চালিয়ে ১ কেজি গাঁজাসহ একজনকে হাতেনাতে আটক করা সম্ভব হয়।
আটকৃত ব্যক্তি : মোঃ সাইফুল ইসলাম ছেলে মোঃ শহিদুল ইসলাম (৩০) মোংলার দিগরাজ বাঁশ বাজারের বাসিন্দা।
জব্দকৃত মাদকদ্রব্য ও আটক ব্যক্তিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য মোংলা থানায় হস্তান্তর করা হয়েছে।
লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক আরও বলেন, মাদক পাচার ও ব্যবসা রোধে কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।