লে. কমান্ডার বিএন মো. মুনতাসির ইবনে মহসীন জানান, শনিবার (৬ ডিসেম্বর) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে কোস্ট গার্ড বেইস মোংলার একটি টিম মোংলা বাস স্ট্যান্ড সংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় খোকনের জিম্মায় থাকা বিরল প্রজাতির ১টি তক্ষকসহ ১ পাচারকারী খোকনকে আটক করা হয়।
তিনি জানান, সুন্দরবনের প্রাকৃতিক সম্পদ ও জীববৈচিত্র্য রক্ষা এবং বন্যপ্রাণী পাচার রোধে কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে। জব্দকৃত তক্ষক ও আটককৃত ব্যক্তির পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।