ঢাকা | আগস্ট ২৩, ২০২৫ - ৮:৪৭ অপরাহ্ন

শিরোনাম

মোংলায় বিতর্কিত আওয়ামী নেতা এনসিপির পদে

  • আপডেট: Tuesday, August 19, 2025 - 6:53 am

জাগো জনতা অনলাইন।। মোংলায় আওয়ামী লীগের সভাপতি ও চাঁদপাই ইউনিয়নের সাবেক ইউপি সদস্য মতিয়ার রহমান মোড়লকে এনসিপির যুগ্ম সমন্বয়কারী করার অভিযোগ উঠেছে। ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পরও তিনি এলাকায় বহাল তবিয়তে রয়েছেন। স্থানীয়দের অভিযোগ, আওয়ামী আমল থেকেই তার অবৈধ মাদক ও জুয়ার কারবার চলে আসছে। নতুন দলে ভিড়েছেন এসব স্বার্থ রক্ষার জন্য। এমনকি মোটা অংকের টাকার বিনিময়ে তিনি এনসিপিতে পদ পেয়েছেন বলেও গুঞ্জন রয়েছে।

মতিয়ার রহমান কয়েক দশক ধরে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত। তার মতো চিহ্নিত নেতাকে এনসিপিতে পদ দেওয়াকে রাজনৈতিক মহল আওয়ামী লীগকে পুনর্বাসন হিসেবে দেখছে।

পৌর বিএনপি নেতা এমরান হোসেন ও সফিকুল ইসলাম শান্ত বলেন, “মতিয়ার রহমান একজন আওয়ামী লীগ নেতা। তাকে এনসিপিতে পদ দিয়ে আওয়ামী লীগকে পুনর্বাসন করা হচ্ছে। আমরা এ কার্যক্রমের তীব্র নিন্দা জানাই।”

উপজেলা জামায়াতের নায়েবে আমির কোহিনূর সরদারও এ সিদ্ধান্তকে অযৌক্তিক বলেছেন।

অভিযোগের বিষয়ে জানতে চাইলে মতিয়ার রহমান মোড়ল দাবি করেন, তিনি এনসিপির কোনো কমিটিতে নেই। পরে তিনি ফোন কেটে দেন।

এনসিপির চাঁদপাই ইউনিয়ন সমন্বয় কমিটির অনুমোদন দিয়েছেন উপজেলা প্রধান সমন্বয়কারী মৃধা মাজেদুল ইসলাম ও সহ-সমন্বয়কারী আব্দুল্লাহ।

এ বিষয়ে মাজেদ মৃধা বলেন, “কোনো আওয়ামী লীগ পরিচয় লুকিয়ে আমাদের কমিটিতে থাকতে পারবে না। কেউ যদি থেকে থাকে, তাকে ২৪ ঘন্টার মধ্যে বহিষ্কার করা হবে।”