ঢাকা | নভেম্বর ১৬, ২০২৫ - ১২:১১ পূর্বাহ্ন

শিরোনাম

মোংলায় বিএনপির ৩১ দফা বাস্তবায়নে লিফলেট বিতরণ

  • আপডেট: Saturday, November 15, 2025 - 10:15 pm

স্টাফ রিপোর্টার, মোংলা।। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নে লিফলেট বিতরণ ও ধানের শীষের পক্ষে জনমত সৃষ্টিতে প্রচারণা চালায় মোংলা-রামপাল সংসদীয় আসনের মনোনয়ন প্রত্যাশী মো. জুলফিকার আলী।

শনিবার (১৫ নভেম্বর) সকাল থেকে দুপুর পর্যন্ত শহরের প্রধান বাজারে পৌর বিএনপির আয়োজনে এ প্রচারণা চালানো হয়।

এ সময় জুলফিকার আলী বলেন, তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে লিফলেট প্রত্যেকের হাতে পৌঁছে দেওয়া হচ্ছে। বিএনপি ক্ষমতায় এলে ৩১ দফা পুরোপুরি বাস্তবায়ন করা হবে।

তিনি আরও বলেন, আমি মোংলা-রামপাল সংসদীয় আসনের মনোনয়ন প্রত্যাশী। যদি আমি মনোনয়ন পাই তাহলে আমি এ আসন তারেক রহমানকে উপহার দিবো।

লিফলেট বিতরণ ও প্রচারণায় আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি আ. মান্নান হাওলাদার, বিএনপি নেতা খোরশেদ আলম, বাবুল হোসেন রনি, গোলাম নুর জনি, আলতাফ হোসেন, আ. রাজ্জাক, মো. জসিমউদদীন ও আ. সালাম ব্যাপারী।