ঢাকা | জানুয়ারী ২২, ২০২৬ - ১০:৫৬ অপরাহ্ন

শিরোনাম

মোংলায় নদীর তীর থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

  • আপডেট: Thursday, January 22, 2026 - 8:21 pm
স্টাফ রিপোর্টার, মোংলা।। মোংলা পশুর নদীর তীর থেকে অজ্ঞাত এক পুরুষ ব্যক্তির (৫৫) লাশ উদ্ধার করেছে নৌপুলিশ। বৃহস্পতিবার সকালে সিগনাল টাওয়ার এলাকার দক্ষিণ চরের বালুর ডাইক সংলগ্ন নদীর তীর থেকে এ লাশ উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, সিগনাল টাওয়ারের দক্ষিণ চরের বালুর ডাইক সংলগ্ন পশুর নদীর তীরে উপুড় হয়ে একটি লাশ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয় স্থানীয়রা। খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে পুলিশ। তবে প্রাথমিক সুরতহালে লাশের শরীরের কোথাও কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি।
মোংলা নৌপুলিশ ফাঁড়ির ইনচার্জ মোঃ লুৎফুল কবির বলেন, অজ্ঞাত এ লাশের সুরতহালে মৃত্যুর কারণ বোঝা যাচ্ছেনা। লাশের ময়নাতদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতালের মর্গে পাঠানো হচ্ছে। ময়না তদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। লাশের নাম, পরিচয় এখন পাওয়া যায়নি।