ঢাকা | আগস্ট ১৪, ২০২৫ - ৪:২৪ অপরাহ্ন

মোংলায় ডেঙ্গুর প্রকোপের পাশাপাশি বাড়ছে চিকনগুনিয়া রোগী 

  • আপডেট: Wednesday, August 13, 2025 - 12:15 pm
স্টাফ রিপোর্টার, মোংলা।। মোংলায় ডেঙ্গুর প্রকোপ তো রয়েছেই। সেই সাথে ব্যাপক হারে বেড়েছে চিকনগুনিয়া রোগীর সংখ্যাও। গত জুন থেকে প্রতিদিনই হাসপাতালে ভর্তি থাকছে ডেঙ্গু রোগী। আর জুলাই থেকে নিয়মিত হাসপাতালে ভর্তির পাশাপাশি চিকিৎসা নিচ্ছেন চিকনগুনিয়া রোগীও।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোহাম্মদ শাহিন জানান, ডেঙ্গু তো আছেই সেই সাথে হঠাৎ করে বেড়েছে চিকনগুনিয়া রোগী। প্রতিদিন হাসপাতালে ১০ থেকে ১২জন চিকনগুনিয়া রোগী আসছেন। তাদের মধ্যে গড়ে হাসপাতালে ৪ থেকে ৫ হাসপাতালে ভর্তি হচ্ছেন।
তিনি বলেন, মুলত এডিস মশার কামড়েই ডেঙ্গু ও চিকনগুনিয়া রোগ হয়ে থাকে। এ রোগে প্রচন্ড জ্বর ও শরীরে প্রচন্ড ব্যথা হয়ে থাকে। বর্তমানে ডেঙ্গুর চেয়ে চিকনগুনিয়ার প্রকোপ বেশি। রোগীদের উপসর্গ দেখে আমরা ডেঙ্গু ও চিকনগুনিয়া সনাক্ত করছি। উপজেলা পর্যায়ে ডেঙ্গুর পরীক্ষা নিরীক্ষা হলেও চিকনগুনিয়ার পরীক্ষা নিরীক্ষার ব্যবস্থা নেই। চিকনগুনিয়া রোগীদের পরীক্ষা নিরীক্ষার জন্য খুলনা ও ঢাকায় পাঠানো হচ্ছে।
তিনি আরো বলেন, চার বছর আগে চিকনগুনিয়া প্রকোপ বেড়ে ছিল। এতো দিন পর এখন আবার নতুন করে চিকনগুনিয়া প্রকোপ বেড়েছে।