গাড়ীর চালক মহসিন মৃধা ও জাকারিয়া হাওলাদার বলেন, কুয়াশায় রাস্তা কিছু দেখা যাচ্ছেনা। হেডলাইট চালিয়ে গাড়ী চালাতে হচ্ছে। আর শীতে তো কষ্ট হচ্ছেই। ঘরে বসে থাকলে তো পেট চলবেনা।
ফেরির ড্রাইভার সোহরাব হোসেন বলেন, কুয়াশার নদীতে কিছু দেখা যাচ্ছেনা। কুয়াশার মধ্যে চালাচলে দুর্ঘটনার শংকা রয়েছে। কারণ এ চ্যানেল দিয়ে প্রচুর নৌযান চলাচল করে।
কার্গো জাহাজের মোঃ আনোয়ার হোসেন বলেন, বন্দরের হাড়বাড়ীয়া থেকে মাল বোঝাই করে বসে আছি। কুয়াশায় জাহাজ চালানো যাচ্ছেনা, কুয়াশা কমলে জাহাজ নিয়ে নওয়াপাড়া যাবে।
মোংলা আবহাওয়া অফিস ইনচার্জ মোঃ হারুন অর রশিদ বলেন, শীত ও কুয়াশা আরো কয়েকদিন অব্যাহত থাকবে। এরমধ্যে আবার শীতের প্রকোপ বৃদ্ধির আভাস রয়েছে।