ঢাকা | ডিসেম্বর ১৩, ২০২৫ - ১০:১২ অপরাহ্ন

শিরোনাম

মোংলায় ইজিবাইকের ধাক্কায় বিএনপি নেতার মৃত্যু 

  • আপডেট: Saturday, December 13, 2025 - 8:23 pm
মোংলা প্রতিনিধি।।  বাগেরহাটের মোংলায় ইজিবাইকের ধাক্কায় এক বিএনপি নেতার মৃত্যু হয়েছে। নিহত ওই নেতার নাম মাকসুদুর রহমান হারুন (৪৭)। তিনি পৌর ৬ নম্বর ওয়ার্ড বিএনপির সদস্য।
শনিবার বিকেল ৫টার দিকে শ্রমিক সংঘের সামনের সড়কে এই দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, নিহত হারুন বিকেলে শহর থেকে কমলার মোড়ের বাড়ীতে ফিরছিলেন। পথিমধ্যে শ্রমিক সংঘের সামনে পৌঁছালে একটি ইজিবাইক তাকে ধাক্কা দেয়। এতে হারুন ছিটকে পড়ে মাথায় আঘাত লেগে ঘটনাস্থলেই নিহত হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক মৌসুমি ইয়াসমিন তাকে মৃত বলে ঘোষণা করেন।
নিহত হারুন পৌর বিএনপির সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান মানিকের সেজো ভাই। হারুন ষ্টিভিডরস কোম্পানী (শ্রমিক ঠিকাদার প্রতিষ্ঠান) আহম্মদ এন্ড কোং এর ডেক ফোরম্যান (জাহাজী শ্রমিক) ছিলেন।
মোংলা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ শাহীনুর রহমান বলেন, ঘাতক ইজিবাইক ও চালক জাহাঙ্গীর মোড়লকে (৩৫) আটক করা হয়েছে। এ ঘটনায় মামলা রুজি প্রক্রিয়াধীন রয়েছে।