ঢাকা | ফেব্রুয়ারী ২২, ২০২৫ - ৮:১১ অপরাহ্ন

শিরোনাম

মুরাদনগরে ১৬ মাসের শিশুসন্তানকে হত্যার অভিযোগে বাবা আটক

  • আপডেট: Saturday, February 22, 2025 - 1:59 pm
কুমিল্লা প্রতিনিধি : কুমিল্লার মুরাদনগরে ১৬ মাসের শিশু  আব্দুল্লাহকে  হত্যার অভিযোগে তাঁর পিতা আবু নাইমকে আটক করেছে থানা পুলিশ।
শনিবার (২২ ফেব্রুয়ারি) দুপুরে মুরাদনগর সদরের উত্তর পাড়ায় এ ঘটনা ঘটে।
ঘাতক  ক্বারী আবু নাইম মুরাদনগর সদরের  মৃত্যু আব্দুল খালেক মিয়ার ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, শিশু সন্তান আব্দুল্লাহ জন্ম গ্রহনের শুরু থেকে আবু নাইম তার সন্তান হিসেবে অস্বীকার করে আসছিলো। জন্ম গ্রহনের পর পর সে ওই শিশুটিকে একবার গলা টিপে হত্যারও চেষ্টা করেন। এ নিয়ে  পরিবারের সাথে প্রায়ই ঝগড়া হতো।
শিশুটির মা শাহিদা আক্তার বলেন, আমার স্বামীই আমার সন্তানকে হত্যা করেছে। আমি তার ফাঁসি চাই।
তিনি আরো বলেন, গত কাল থেকে আমার ছেলে আব্দুল্লার শরীরে জ্বর আসছে।  সকালে তার বাবাকে বলে  ডাক্তারের কাছে নিয়ে যেতে চাইছিলাম, তখন  সে বলে তুমি বাড়িতে থাকো আমি নিয়ে যাচ্ছি। এই  বলে আব্দুল্লাহকে নিয়ে চলে যায়। বাড়ি থেকে বের হয়ে  মোবাইল ফোন বন্ধ করে দেয়। তারপর আর যোগাযোগ করতে পারিনি।
পরে দুপুর সাড়ে ১২ টার দিকে আমার ছেলের লাশ  নিয়ে আসে এবং বাড়িতে ফেলে চলে যায়। এসময় আমি চিৎকার করলে স্থানীয়রা তাকে আটক করে।
এ বিষয়ে মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুর রহমান বলেন, সন্তান হত্যার অভিযোগে পিতা আবু নাইমকে আটক করা হয়েছে। শিশুটির সুরাতহাল প্রতিবেদন করে মৃত্যুর মূল কারন জানতে ময়না তদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজের (মর্গে) পাঠানো হয়েছে।