ঢাকা | ফেব্রুয়ারী ২৪, ২০২৫ - ১০:২০ পূর্বাহ্ন

মুরাদনগরে শিক্ষার আলো জ্বালাতে মাদ্রাসার ভিত্তি প্রস্তর স্থাপন

  • আপডেট: Friday, February 7, 2025 - 3:57 pm
কুমিল্লা প্রতিনিধি।। কুমিল্লার মুরাদনগর উপজেলার অবহেলিত জনপদ ধামঘর ইউনিয়নের  পরমতলা পশ্চিম পাড়া। প্রায় ৩ কিলোমিটার এলাকা জুড়ে কোমলমতি শিশুদের জন্য  নেই কোন শিক্ষা প্রতিষ্ঠান।
শিক্ষার আলো থেকে বঞ্চিত এ গ্রামের মানুষের স্বপ্ন ছিল একটি শিক্ষা প্রতিষ্ঠান। দীর্ঘদিনের সেই স্বপ্ন পূরণে উদ্যোগ নেন প্রভাষক মুজিবুর রহমান ।
শুক্রবার (৭ ফেব্রুয়ারি) গ্রামের গণ্যমান্য ও সুশীল  ব্যক্তিদের নিয়ে  “আব্দুল মতিন খলিফা মডেল মাদ্রাসা ও এতিমখানার  ভিত্তি প্রস্তর স্থাপন করেন প্রতিষ্ঠা সভাপতি অবসরপ্রাপ্ত সেনা সদস্য  ইঞ্জিনিয়ার নুরুল ইসলাম।
এলাকাবাসী জানান,  গ্রামের ৩ থেকে  কিলোমিটারের মধ্যে কোনো শিক্ষাপ্রতিষ্ঠান না থাকায় দীর্ঘদিন ধরে অজ্ঞতার অন্ধকারে ডুবে ছিল এখানকার মানুষ। বিশেষ করে শিশুরা প্রাথমিক ধর্মীয় শিক্ষা থেকে বঞ্চিত হচ্ছিল। এই দুরবস্থা দূর করতে এলাকাবাসীর সম্মিলিত প্রয়াসে মাদ্রাসাটি চালু করা হচ্ছে।
এই প্রতিষ্ঠানটি  ভবিষ্যতে এলাকার নিরক্ষরতা দূরী করণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে জানান এলাকাবাসী।
ভিত্তি প্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রভাষক মজিবুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক আব্দুল আজিজ খোমেনী, সাংবাদিক এম ফয়জুল ইসলাম,   মো. বিল্লাল হোসেন, আবুল কালাম আজাদ, মো. মোস্তফা সরকার, মাওলানা মুফতি জুবাইর আহমদ, নূরুল ইসলাম, মো. জসিম উদ্দিন, রুহুল আমিন খলিফা ও কবির হোসেন প্রমুখ।
মাদ্রাসাটি প্রতিষ্ঠিত  করতে জমি দিয়ে সহযোগিতা করেছেন  অবঃ সেনাসদস্য নুরুল ইসলাম ধনু ও মতিন খলিফা। প্রাথমিক শিক্ষাকে গুরুত্ব দিয়ে  স্হানীয়রাও নানাভাবে সহযোগিতা করে যাচ্ছেন ।