ঢাকা | জানুয়ারী ২৫, ২০২৬ - ৯:১৫ অপরাহ্ন

শিরোনাম

মুবাছড়িতে ধানের শীষ প্রতীকের নির্বাচনী প্রচারণা

  • আপডেট: Sunday, January 25, 2026 - 7:52 pm

মহালছড়ি প্রতিনিধি।।
খাগড়াছড়ি পার্বত্য জেলার মহালছড়ি উপজেলার মুবাছড়ি ইউনিয়নে বিএনপির নির্বাচনী প্রচারণা হয়েছে। ২৫ জানুয়ারি সকাল থেকে ধানের শীষ প্রতীকে ভোট চেয়েছেন খাগড়াছড়ি জেলা বিএনপির সদস্য মো. জসিম উদ্দিন।
এ সময় তিনি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে খাগড়াছড়ি-২৯৮ নং আসনে বিএনপির মনোনীত প্রার্থী ওয়াদুদ ভূইয়ার পক্ষে ভোটারদের সঙ্গে মতবিনিময় করেন এবং দলীয় বার্তা পৌঁছে দেন। প্রচারণাকালে স্থানীয় সাধারণ ভোটারদের সঙ্গে কুশল বিনিময়ের পাশাপাশি দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি ও জনগণের প্রত্যাশার বিষয়গুলো তুলে ধরেন তিনি।
তিনি বলেন, বিএনপি জনগণের ভোটাধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধারে বিশ্বাসী। তাই উন্নয়ন ও মানুষের অধিকার নিশ্চিত করতে ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার বিকল্প নেই।
এ সময় স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন। তারা ঘরে ঘরে গিয়ে ভোটারদের সঙ্গে কথা বলেন এবং বিএনপির মনোনীত প্রার্থীর পক্ষে সমর্থন চান।
খাগড়াছড়ি জেলা বিএনপির সদস্য মোহাম্মদ জসিম উদ্দিন আরও বলেন, মহালছড়ি উপজেলার বাসিন্দারা বিপুল ভোটে ওয়াদুদ ভূইয়াকে বিজয়ী করে আবারও প্রমাণ করবে, মহালছড়ি বিএনপির শক্ত ঘাঁটি।