ঢাকা | আগস্ট ২৯, ২০২৫ - ১১:৫৫ অপরাহ্ন

শিরোনাম

মুন্সীগঞ্জে বিএনপি নেতা শাহজাহান খানের স্মরণ সভা ও দোয়া মাহফিল

  • আপডেট: Friday, August 29, 2025 - 1:09 pm

জাগো জনতা অনলাইন।। মুন্সীগঞ্জ জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ও লৌহজং উপজেলার আহবায়ক আলহাজ্ব শাহজাহান খানের স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

আজ শুক্রবার আলহাজ্ব শাহজাহান খান স্মৃতি সংসদের উদ্যোগে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

এর আগে, শাহজাহান খান জুলাই আন্দোলনের সময় স্টোক করে ১৭থেকে ১৮ দিন অজ্ঞান থাকা অবস্থায় গত বছরের ৭ আগষ্ট মারা যান। তার মৃত্যুর পরে জিয়াউর রহমান ফাউন্ডেশনের পরিচালক প্রকৌশলী মো. মাহবুব আলমকে আহবায়ক ও মুন্সীগঞ্জ জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ওমর ফারুক অবাককে সদস্য সচিব করে থানা বিএনপির শীর্ষ নেতৃবৃন্দদের নিয়ে আলহাজ্ব শাহজাহান খান স্মৃতি সংসদ নামে ১০১ সদস্য বিশিষ্ট একটি কমিটি করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জিয়াউর রহমান ফাউন্ডেশনের পরিচালক প্রকৌশলী মো. মাহবুব আলম।

সভাপতির বক্তব্যে তিনি বলেন, আলহাজ্ব শাহজাহান খান ছিলেন মুন্সীগঞ্জ জেলা বিএনপির আদর্শবান ও সর্বজন সমাদৃত একজন রাজনীতিবিদ। তিনি ৯০ দশক থেকে নিজ উদ্যোগে লৌহজং উপজেলায় ব্যাপক ভাবে উন্নয়ন মূলক কাজ করেছে। আমরা তার আর্দশকে কাজে লাগিয়ে এগিয়ে যেতে চাই। কারণ বিএনপিতে যারা ভালো কাজ করবেন এবং সমাজের জন্য দৃষ্টান্ত মূলক কাজ করে মৃত্যু বরণ করবে, তাদের স্মরণীয় করে রাখার দায়িত্ব আমাদের সবার। এতে করে অন্যান্য রাজনীতিবিদরা উৎসাহিত হবেন।

ওমর ফারুকের সঞ্চালনায় স্মরণ সভায় বক্তব্য রাখেন, মুন্সীগঞ্জ জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ও মীরকাূিম পৌরসভার সভাপতি মো. জসিম উদ্দিন, জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ও সাবেক জেলা যুবদলের সাধারণ সম্পাদক মো. সালাম মোল্লা, থানা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও বর্তমান আহবায়ক কমিটির সদস্য বাদল হাওলাদার, খপিদির পাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি ও লৌহজং উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য মোঃ আরিফুজ্জামান লাভলু, মুন্সীগঞ্জ জেলা যুবদলের ১ম যুগ্ম আহবায়ক আতাউর রহমান খান, লৌহজং উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক আল আমিন খান, থানা বিএনপির সদস্য আব্দুল লিতিফ ঢালী, কনকসার ইউনিয়ন বিএনপির সদস্য সচিব আরমান হোসেন পান্নু খান, বেজগাও ইউনিয়ন বিএনপির সদস্য সচিব আবু তাহের মৃধা, বৌলতলী ইউনিয়ন বিএনপির সদস্য সচিব ফিরোজ মিয়া, খিদিরপাড়া বিএনপির সদস্য সচিব শান্ত পাঠান, মেদেনীমন্ডল ইউনিয়ন বিএনপির সদস্য সচিব আিজিজুল জলিল জুয়েল, লৌহজং তেউটিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আক্তার হোসেন, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক মনির সিকদার, মাহবুব আলম টিটু, ইকবাল হোসেন বেপারী, বিএনপি নেতা জাহাঙ্গীর হোসেন, সেকান্দর খান বাবু, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক ওমর ফারুক রাসেল, উপজেলা তাতী দলের সভাপতি আক্তার হোসেন সিকদার, জেলা মহিলা দলের সাংগঠনিক সম্পাদক নার্গিস আলম, যুবদল নেতা মিঠু শেখ, লিটন সরদার, সেচ্চাসেবক নেতা নজরুল ইসলাম, আজিম শেখ, শ্রমিকদল নেতা বাচ্চু হাওলাদার, বাদশাহ খান, উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক রানা হোসেন রনি।

আরো বক্তব্য রাখেন, শওকত সোসেন বেপারী, নুর মোহাম্মদ খান, বিএনপি নেতা ইলিয়াস শেখ, আলমগীর হোসেন, সিরাজুল ইসলাম শিপন, ওরম ফারুক, মুক্তি যোদ্ধা আব্দুল কুদ্দুস, হাসান ঢালী, মিঠুর রহমান বেপারী।

অনুষ্ঠানে দোয়া শেষে প্রায় আড়াই হাজার মানুষকে দুপুরের খাবারের ব্যাবস্থা করা হয়।