ঢাকা | জানুয়ারী ১৯, ২০২৬ - ৫:৪২ অপরাহ্ন

শিরোনাম

মুন্সিগঞ্জের সিরাজদীখানে মা ও আট বছরের শিশুকে কুপিয়ে হত্যা

  • আপডেট: Monday, January 19, 2026 - 3:39 pm

মুন্সিগঞ্জ জেলা প্রতিনিধি।। মুন্সিগঞ্জের সিরাজদিখানে নৃশংস হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। কুপিয়ে হত্যা করা হয়েছে মা ও তাঁর আট বছর বয়সী মেয়েকে। ঘটনাটি এলাকায় চরম চাঞ্চল্যের সৃষ্টি করেছে।

মুন্সিগঞ্জের সিরাজদীখান উপজেলার রাজানগর ইউনিয়নের দক্ষিণ রাজানগর গ্রামে সোমবার (১৯ জানুয়ারী) সকালে এ মর্মান্তিক ঘটনা ঘটে। নিহতরা হলেন, আমেনা বেগম (৩২) ও তাঁর মেয়ে মরিয়ম (৮)।

স্থানীয়দের বরাতে জানা যায়, আমেনা বেগম তাঁর স্বামী মিজান মিয়ার সঙ্গে প্রায় চার মাস আগে দক্ষিণ রাজানগর গ্রামে নুরুজ্জামান সরকারের বাড়িতে ভাড়াটিয়া হিসেবে বসবাস শুরু করেন।

সোমবার বেলা ১২টার দিকে বাড়িতে কোনো সাড়া না পেয়ে স্থানীয়রা দরজা ধাক্কা দিয়ে ভেতরে প্রবেশ করেন। এ সময় তারা ঘরের ভেতর রক্তাক্ত অবস্থায় মা ও মেয়ের মরদেহ পড়ে থাকতে দেখেন।

খবর পেয়ে সিরাজদীখান থানা-পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে এবং ময়নাতদন্তের জন্যে মর্গে পাঠায়।