ঢাকা | সেপ্টেম্বর ২০, ২০২৪ - ৮:৪৫ পূর্বাহ্ন

শিরোনাম

মিরসরাইয়ে ডিউটিরত পুলিশ সদস্যর হঠাৎ বুকে ব্যথা, হাসপাতালে মৃত্যু

  • আপডেট: Friday, February 2, 2024 - 8:22 am
মিরসরাই প্রতিনিধি, এ.এইচ.সেলিম।। 
চট্টগ্রামের মিরসরাইয়ে দায়িত্ব পালনের সময় মো. সেলিম নামের এক পুলিশ কর্মকর্তার মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৬টার দিকে এ ঘটনা ঘটে। এএসআই সেলিম চাঁদপুর জেলার মতবল থানার ঠাকুরপাড়া এলাকার আব্দুর রাজ্জাকের পুত্র।
জোরারগঞ্জ থানা সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সন্ধ্যায় বারইয়ারহাট বাজারে দায়িত্ব পালনকালে এএসআই সেলিমের বুকে ব্যথা ওঠে। এরপর বারইয়ারহাট জেনারেল হাসপাতালে নেওয়া হলে সেখান থেকে মিরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
২০০৮ সালের ২৭ ডিসেম্বর পুলিশে নিয়োগ পান সেলিম। ২০১৬ সালের ১১ নভেম্বর এএসআই পদে পদোন্নতি পান। তিনি ২০২৩ সালের ১১ নভেম্বর জোরারগঞ্জ থানায় যোগদান করেন।
জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল হারুন জানান, বৃহস্পতিবার সন্ধ্যায় থানার আওতাধীন বারইয়ারহাট বাজারে দায়িত্বপালনকালে সেলিমের বুকে ব্যথা ওঠে। তাকে হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক মৃত ঘোষণা করেন। বৃহস্পতিবার রাতে মরদেহ তার গ্রামের বাড়িতে পাঠানো হয়েছে।