ঢাকা | নভেম্বর ২৪, ২০২৪ - ১০:১১ পূর্বাহ্ন

শিরোনাম

মিরসরাইয়ে এসএসসি ও সমমান পরীক্ষায় প্রথম দিনে অনুপস্থিত ৩১ শিক্ষার্থী

  • আপডেট: Thursday, February 15, 2024 - 11:13 am
মিরসরাই  প্রতিনিধি: এ.এইচ.সেলিম।।
এসএসসি ও দাখিল পরীক্ষার প্রথমদিনে চট্টগ্রামের মিরসরাইয়ে ৩১ জন পরীক্ষার্থী অনুপস্থিত রয়েছে। বৃহস্পতিবার ( ১৫ ফেব্রুয়ারি) সকাল ১০ টা থেকে পরীক্ষা শুরু হয়েছে।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, ২০২৪ সালে উপজেলায় এসএসসি পরীক্ষায় ৪ হাজার ৮৮৭ জন পরীক্ষার্থীর মধ্যে প্রথমদিন অংশ নিয়েছে ৪ হাজার ৮৬৭ জন। দাখিলে পরীক্ষা ছিল ৯১৫ জন। উপস্থিত ছিল ৯০৪ জন। এসএসসি ও দাখিল পরীক্ষায় ৩১ জন পরীক্ষার্থী অনুপস্থিত রয়েছে। প্রথমদিন এসএসসির বাংলা প্রথমপত্র ও দাখিলে কোরআন তাজবিদ বিষয়ে পরীক্ষা ছিল।
মিরসরাই উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা হুমায়ুন কবির খান জানান, এবার উপজেলায় ৯টি কেন্দ্রে একযোগে এসএসসি দাখিল ও ভোকেশনাল পরীক্ষা শুরু হয়েছে। প্রথমদিন এসএসসি পরীক্ষায় ২০ জন ও দাখিল পরীক্ষায় ১১ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিল। কোন বহিস্কার নেই।