ঢাকা | জুলাই ২১, ২০২৫ - ৬:০০ অপরাহ্ন

শিরোনাম

মিরপুরে ডাকাতি: সাবেক লেফটেন্যান্ট ইফতেখারসহ চারজন আটক

  • আপডেট: Monday, July 21, 2025 - 5:45 am

নিজস্ব প্রতিবেদক।। রাজধানীর মিরপুর ডিওএইচএসে একটি বাসায় ডাকাতির ঘটনায় সাবেক দুই সেনা কর্মকর্তাসহ চারজনকে আটক করেছে পুলিশ।

রোববার (২০ জুলাই) বিকেলে ডিওএইচএসের ১১ নম্বর সড়কের ওই বাসায় ডাকাতি হয়।

আটক চারজনের মধ্যে দুই অবসরপ্রাপ্ত সেনাসদস্য– লেফটেন্যান্ট ইফতেখার ও করপোরাল মুকুল রয়েছেন।

আতকের সময় তাদের কাছ থেকে পাঁচটি মুঠোফোন, সোনা ও হীরার গয়না, ল্যাপটপ, ঘড়িসহ ডাকাতির মালামাল জব্দ করা হয়েছে।

বাসার মালিক জানান, ঘরে অবৈধ অস্ত্র আছে অভিযোগ তুলে বাসায় ঢুকে তারা। এরপর বাসার মূল্যবান জিনিসপত্র ব্যাগে ভরে নিয়ে যায়। পরে এলাকার লোকজন ধাওয়া করে একটি গাড়িসহ ওই চারজনকে আটক করে।

মিরপুর বিভাগের অতিরিক্ত উপকমিশনার (এডিসি) সালেহ মো. জাকারিয়া বলেন, মিরপুর ডিওএইচএসে একটি বাসায় ডাকাতির ঘটনায় চারজনকে আটক করে থানায় দিয়েছে সেনাবাহিনী। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

তিনি আরও বলেন, ভুক্তভোগীর ভাড়াটিয়ার ছেলের সঙ্গে এক উবার চালকের সখ্য ছিলো। সেই চালকই ডাকাত দলের সদস্যদের ওই বাসায় নিয়ে যান। আটকদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।