মিয়ানমার সীমান্তে বিপুল পরিমাণ পণ্যসহ পাচারকারী আটক

কক্সবাজার সংবাদদাতা।। মিয়ানমার হতে পণ্যের বিনিময়ে মাদক পাচারের সময় বিপুল পরিমাণ পণ্যসামগ্রী ও একটি কাঠের নৌকাসহ ৩ জন পাচারকারীকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।
রবিবার (২১ সেপ্টেম্বর) দুপুরে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, মিয়ানমার থেকে ইয়াবা, মদসহ বিভিন্ন মাদকদ্রব্য আনার উদ্দেশ্যে একটি চক্র পণ্য পাচার করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে শনিবার দুপুর ১টায় কোস্ট গার্ড আউটপোস্ট শাহপরীর একটি দল বিশেষ অভিযান পরিচালনা করে। মিয়ানমারের নাইক্ষ্যনদিয়া সংলগ্ন সমুদ্র এলাকায় পরিচালিত এ অভিযানে একটি সন্দেহজনক কাঠের নৌকা থামিয়ে তল্লাশি চালানো হয়।
তল্লাশিতে প্রায় ১ লাখ ৬০ হাজার টাকা মূল্যের ৮৩ বস্তা সিমেন্ট, ৮৫ বস্তা সার, ৩৪০ লিটার সয়াবিন তেলসহ পাচারকাজে ব্যবহৃত নৌকাটি জব্দ করা হয়। এ সময় নৌকায় থাকা তিন পাচারকারীকে আটক করা হয়।
কোস্ট গার্ড জানায়, জব্দকৃত পণ্য ও নৌকা এবং আটক ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।