মিয়ানমার নিয়ে থাইল্যান্ডে অচিরেই বৈঠক আসিয়ান মন্ত্রীদের
জাগোজনতা অনলাইন : ইন্দোনেশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রয় সোয়েমিরাত বৃহস্পতিবার সংবাদদাতাদের বলেন, দক্ষিণ-পূর্ব এশিয়ার আঞ্চলিক ব্লক আসিয়ানের সদস্যরা মিয়ানমারের সঙ্কট নিয়ে আলোচনার জন্য এই মাসের শেষের দিকে থাইল্যান্ডে একটি মন্ত্রী পর্যায়ের বৈঠক করার পরিকল্পনা করছেন।
তিনি বলেন, আসিয়ানের বর্তমান স্বাগতিক দেশ লাওসের আমন্ত্রণে বৈঠকে ২০২১ সালের সামরিক অভ্যুত্থানের পর থেকে মিয়ানমারের সৃষ্ট সঙ্কট মোকাবিলার উপায় নিয়ে আলোচনা হবে। যার মধ্যে রয়েছে আসিয়ানের পাঁচ দফা ঐকমত্য পরিকল্পনা বাস্তবায়নের বিষয় ।
মিয়ানমারের সামরিক বাহিনী নির্বাচিত সরকারকে ক্ষমতাচ্যুত করার কয়েক মাস পর ২০২১ সালের এপ্রিলে এটি উন্মোচনের পর থেকে ঐকমত্যের ক্ষেত্রে খুব সামান্য অগ্রগতি হয়েছে।
ক্ষমতা দখলের পর শুরু হওয়া বিদ্রোহের বিরুদ্ধে জান্তা লড়াই করছে। গত দুই বছর ধরে সামরিক সরকার মূলত দক্ষিণ-পূর্ব এশিয়ার প্রতিবেশীদের বিরুদ্ধে বৈরিতা বন্ধ এবং বিরোধীদের সাথে সংলাপে বসার আহ্বান উপেক্ষা করেছে।
গত অক্টোবরে আসিয়ান শীর্ষ সম্মেলনে জোটটি অবিলম্বে সহিংসতা বন্ধের এবং ‘মিয়ানমারের মালিকানাধীন ও নেতৃত্বাধীন মানবিক সহায়তা সরবরাহের জন্য ও অন্তর্ভুক্তিমূলক জাতীয় সংলাপের জন্য অনুকূল পরিবেশ’ সৃষ্টির আহ্বান জানান। সেটাই মিয়ানমারের দায়িত্ব এবং সেটাকেই এগিয়ে নিতে হবে।
রয় বলনে, ২০ ডিসেম্বর এই বৈঠক শুরু হবে বলে আশা করা হচ্ছে। ইন্দোনেশিয়ার পররাষ্ট্রমন্ত্রী এতে অংশ নিতে পারেন।
সূত্র : ভয়েস অব আমেরিকা