ঢাকা | ডিসেম্বর ১১, ২০২৫ - ৯:১৮ অপরাহ্ন

শিরোনাম

মিয়ানমারে পাচারকালে কোস্টগার্ডের অভিযানে বিপুল পরিমাণ খাদ্যদ্রব্য সহ আটক ১২  

  • আপডেট: Thursday, December 11, 2025 - 6:57 pm

ঈদগাঁও (কক্সবাজার) প্রতিনিধি।

মিয়ানমারে পাচারের উদ্দেশ্যে নেওয়া ৩১ লাখ ৩৪ হাজার টাকার বিভিন্ন খাদ্যদ্রব্য জব্দ করেছে বাংলাদেশ কোস্টগার্ড। এ ঘটনায় সংশ্লিষ্টতার অভিযোগে ১২ জন পাচারকারীকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার সকালে কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক বিষয়টি নিশ্চিত করেন।

কোস্টগার্ডের পক্ষ থেকে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার বিকেল থেকে গভীর রাত পর্যন্ত হাতিয়ার চেয়ারম্যান ঘাট সংলগ্ন মেঘনা নদীতে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে সন্দেহজনক একটি ফিশিং বোটে তল্লাশি চালিয়ে শুল্ক–কর ফাঁকি দিয়ে পাচারের উদ্দেশ্যে বহন করা ২৪৭ বস্তা হলুদ, ২৩৩ বস্তা মাসকলাই ডাল এবং ৩২ বস্তা কাঠবাদাম জব্দ করা হয়। জব্দকৃত খাদ্যদ্রব্যের বাজারমূল্য ৩১ লাখ ৩৪ হাজার টাকা বলে জানিয়েছে কোস্টগার্ড।

অভিযানকালে ১২ জন পাচারকারীকে আটক করা হয়। মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক বলেন, জব্দ বোট, মালামাল ও আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। চোরাচালান রোধে কোস্টগার্ডের অভিযান চলমান থাকবে।