ঢাকা | জানুয়ারী ৫, ২০২৬ - ১০:০২ পূর্বাহ্ন

শিরোনাম

মাহাদীকে গ্রেপ্তারের প্রতিবাদে বিকালে শাহবাগে বিক্ষোভ সমাবেশ 

  • আপডেট: Sunday, January 4, 2026 - 10:08 am

নিজস্ব প্রতিবেদক।। হবিগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা ও জুলাই যোদ্ধা মাহাদী হাসানকে গ্রেপ্তারের প্রতিবাদে রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করেছেন সংগঠনটির নেতাকর্মীরা। শনিবার (৩ জানুয়ারি) রাত সাড়ে ১০টার দিকে তারা শাহবাগ মোড়ে অবস্থান নেন।

আন্দোলনকারীরা জানান, মাহাদী হাসানকে নিঃশর্ত মুক্তি না দেওয়া পর্যন্ত শাহবাগ মোড় অবরোধ করে রাখা হবে। এর আগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এক ঘণ্টার আল্টিমেটাম দিয়ে মাহাদী হাসানকে মুক্তির দাবি জানায়। শনিবার রাতে সংগঠনটির ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া ঘোষণায় বলা হয়, নির্ধারিত সময়ের মধ্যে মুক্তি না দিলে সারাদেশে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।

এদিকে মাহাদী হাসানের মুক্তির দাবিতে আজ রোববার বিকাল সাড়ে ৩টায় শাহবাগ মোড়ে বিক্ষোভ কর্মসূচির ডাক দিয়েছে ‘জুলাই মঞ্চ’ নামে একটি সংগঠন। একই সঙ্গে মাহাদী হাসানকে ‘অযৌক্তিকভাবে গ্রেপ্তার’-এর দায়ে হবিগঞ্জ জেলার পুলিশ সুপার ও শায়েস্তাগঞ্জ থানার ওসিকে অবিলম্বে প্রত্যাহারের দাবি জানানো হয়েছে।

এর আগে শনিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের হবিগঞ্জ জেলা শাখার সদস্য সচিব মাহাদী হাসানকে গ্রেপ্তার করে পুলিশ। হবিগঞ্জের পুলিশ সুপার ইয়াছমিন খাতুন গণমাধ্যমকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সভাপতি রিফাত রশিদ অভিযোগ করে বলেন, মাহাদী হাসানকে ‘পুলিশলীগ’ কর্তৃক গ্রেপ্তার দেখানো হয়েছে। তিনি জানান, স্বরাষ্ট্র ও আইন উপদেষ্টাদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের পাওয়া যায়নি। আইজিপির সঙ্গে কথা হলেও তার বক্তব্য সন্তোষজনক ছিল না বলে দাবি করেন তিনি।

 

রিফাত রশিদ আরও বলেন, পুলিশ সুপারের ভাষ্য অনুযায়ী আপাতত মাহাদী হাসানকে হত্যা মামলায় নয়, অন্য একটি মামলায় গ্রেপ্তার দেখানো হবে। পাশাপাশি পুলিশের ভেতরের আনঅফিশিয়াল সূত্রে জানা গেছে, অভ্যন্তরীণ চাপের কারণেই মাহাদী হাসানকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি অভিযোগ করেন, নির্বাচনকালীন সহিংসতার অভিযোগে জুলাইয়ের ছাত্র-জনতার বিরুদ্ধে সিরিজ গ্রেপ্তারের পরিকল্পনাও করা হচ্ছে।

শাহবাগ মোড় অবরোধ চলাকালে আন্দোলনকারীরা ‘গোলামি না আজাদী, আজাদী আজাদী’, ‘মুক্তি মুক্তি মুক্তি চাই, মাহদী ভাইয়ের মুক্তি চাই’, ‘দাসত্ব না বিপ্লব, বিপ্লব বিপ্লব’-এমন নানা স্লোগান দিতে থাকেন।

আন্দোলনকারীরা স্পষ্ট করে জানান, এক ঘণ্টার মধ্যে মাহাদী হাসানকে মুক্তি দেওয়া না হলে দেশজুড়ে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।