ঢাকা | জানুয়ারী ১০, ২০২৬ - ৮:৩৩ পূর্বাহ্ন

মারিশ্যা বিজিবি জোনের পক্ষ থেকে শীতবস্ত্র বিতরণ

  • আপডেট: Friday, January 9, 2026 - 7:17 pm

বাঘাইছড়ি প্রতিনিধি।
শীতার্ত মানুষের মাঝে মারিশ্যা জোন (২৭ বিজিবি)-এর পক্ষ থেকে পাহাড়ি জনগোষ্ঠীর ১২০ পরিবারের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
শুক্রবার, ৯ জানুয়ারি মারিশ্যা জোনের আওতাধীন বিওপি/ক্যাম্প/টিওবি/পোস্ট কমান্ডার কর্তৃক দায়িত্বপূর্ণ এলাকায় শীতার্ত ও দুঃস্থ মানুষের মাঝে এসব শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়।
উক্ত শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে মারিশ্যা জোন কমান্ডার লে. কর্নেল জাহিদুল ইসলাম জাহিদ, পিএসসি, এডি উপস্থিত ছিলেন।
শীতবস্ত্র বিতরণ শেষে প্রধান অতিথি বলেন, সাধারণ মানুষ যেন এই তীব্র শীতে কষ্টে না থাকে, সে জন্য বিজিবি কর্তৃক এ ধরনের মানবিক উদ্যোগ গ্রহণ করা হয়েছে। শীতার্ত মানুষের পাশে দাঁড়ানো আমাদের মানবিক ও নৈতিক দায়িত্ব। বিজিবি দেশের সার্বভৌমত্ব ও সীমান্ত নিরাপত্তা রক্ষার পাশাপাশি পাহাড়ে শান্তি, সম্প্রীতি ও উন্নয়ন নিশ্চিত করতে ভবিষ্যতেও এই মানবকল্যাণমূলক ও মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে বলে জোন কমান্ডার আশাবাদ ব্যক্ত করেন।