ঢাকা | ডিসেম্বর ১৩, ২০২৫ - ১০:১৩ অপরাহ্ন

শিরোনাম

মানিকছড়ি উপজেলা বিএনপির বিক্ষোভ মিছিল

  • আপডেট: Saturday, December 13, 2025 - 6:28 pm

মানিকছড়ি (খাগড়াছড়ি) প্রতিনিধি।

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদিকে হত্যার উদ্দেশ্যে গুলি করার ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়ে মানিকছড়ি উপজেলা বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

মানিকছড়ি উপজেলা বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে এই কর্মসূচি পালন করা হয়।

শনিবার (১৩ ডিসেম্বর ২০২৫ ইং) বিকাল ৪টায় মানিকছড়ি উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে বিক্ষোভ মিছিলটি শেষে দলীয় কার্যালয়ে সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে বক্তব্য রাখেন মানিকছড়ি উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য নুরুজ্জামান মাস্টার, মোঃ জয়নাল মেম্বার, মোঃ আব্দুল মুনাফ, আব্দুল আউয়াল, মোঃ শফিকুল ইসলাম বেপারী, মংসাথৌয়াই চৌধুরী, ১নং মানিকছড়ি সদর ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ শহিদুল ইসলাম মেম্বার, তিনটহরী ইউনিয়ন যুবদল সভাপতি মোঃ নুরুল ইসলাম, বাটনাতলী ইউনিয়ন যুবদল নেতা আব্দুল মান্নান, মহিলা নেত্রী কাঞ্চনমালা, রাবেয়া আক্তার, টিংকু, কল্পনা আক্তার প্রমুখ।

বক্তারা বলেন, ওসমান হাদির ওপর হামলার ঘটনা স্বাধীন মতপ্রকাশ ও গণতান্ত্রিক আন্দোলনের ওপর সরাসরি আঘাত। তারা এ ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত করে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। একই সঙ্গে দেশব্যাপী বিরোধী মত দমনের অপচেষ্টা বন্ধ করার আহ্বান জানান নেতারা।

বক্তারা আরও বলেন, বিএনপি শান্তিপূর্ণ রাজনৈতিক আন্দোলনে বিশ্বাসী। কিন্তু জনগণের কণ্ঠরোধের চেষ্টা করলে রাজপথে দাঁতভাঙা জবাব দেওয়া হবে।