মানিকছড়িতে বর্ণাঢ্য আয়োজনে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

মানিকছড়ি (খাগড়াছড়ি) প্রতিনিধি।। খাগড়াছড়ির মানিকছড়িতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে বর্ণাঢ্য শোভাযাত্রা, আলোচনা সভা ও কেক কাটার মধ্য দিয়ে। বুধবার (৩ সেপ্টেম্বর) সকাল ১১টায় উপজেলা বিএনপির দলীয় কার্যালয় থেকে একটি র্যালি বের হয়, যাতে জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন। র্যালিটি বাজার সড়ক হয়ে খাগড়াছড়ি-চট্টগ্রাম মহাসড়ক ঘুরে উপজেলা পরিষদ চত্বর প্রদক্ষিণ করে পুনরায় দলীয় কার্যালয়ে গিয়ে আলোচনা সভা ও কেক কাটার অনুষ্ঠানে মিলিত হয়।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সভাপতি মো. এনামুল হক এনাম এবং সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক মো. মীর হোসেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আবু তালেব এবং প্রধান বক্তা ছিলেন সহ-সাংগঠনিক সম্পাদক হাবিবুর রহমান হাবিব। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সাগর নোমান, জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি মিজানুর রহমান, যুগ্ম সম্পাদক হাসান মাহমুদ, দপ্তর সম্পাদক রফিকুল ইসলাম, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মো. আরব আলী, সহ-সভাপতি মো. জয়নাল আবেদীন, যুগ্ম সম্পাদক আবুল কাশেম, সাংগঠনিক সম্পাদক মো. নুরুজ্জামান মাষ্টার, যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মীর হোসেন এবং ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. মনির হোসেন।
বক্তারা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মৃতিচারণ করে বলেন, ১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর মহান স্বাধীনতার ঘোষক শহীদ জিয়াউর রহমান জাতীয়তাবাদী আদর্শে জনগণকে ঐক্যবদ্ধ করার লক্ষ্যে বিএনপি প্রতিষ্ঠা করেন। তারা বলেন, এই দিনটি বাংলাদেশের মানুষের জন্য আনন্দ, উদ্দীপনা ও প্রেরণার উৎস। বিএনপি দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং বহুদলীয় গণতন্ত্রের রক্ষায় অঙ্গীকারবদ্ধ।
প্রধান অতিথি আবু তালেব তার বক্তব্যে বলেন, বিএনপি একটি গণমানুষের দল, যা প্রতিষ্ঠার পর থেকেই জনগণের ভোটাধিকার ও গণতন্ত্র রক্ষায় সংগ্রাম করে যাচ্ছে। তিনি বলেন, দমন-পীড়ন দিয়ে বিএনপিকে দমন করা যাবে না। অতীতে যেমন জনগণের অধিকার প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধভাবে লড়াই করা হয়েছে, তেমনি ভবিষ্যতেও ভোটের অধিকার ফিরিয়ে আনতে আন্দোলন অব্যাহত থাকবে। তিনি আগামী জাতীয় সংসদ নির্বাচনে খাগড়াছড়ি আসনে ওয়াদুদ ভুঁইয়াকে বিজয়ী করতে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
আলোচনা সভা শেষে দলীয় নেতাকর্মীরা কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেন। সন্ধ্যায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে দিনব্যাপী আয়োজনের সমাপ্তি ঘটে।