ঢাকা | অক্টোবর ১৫, ২০২৫ - ২:৪১ পূর্বাহ্ন

শিরোনাম

মানিকছড়িতে প্রান্তিক কৃষকদের মাঝে সবজি বীজ ও রাসায়নিক সার বিতরণ

  • আপডেট: Tuesday, October 14, 2025 - 10:47 pm

মানিকছড়ি, খাগড়াছড়ি:
২০২৫-২০২৬ অর্থবছরে প্রণোদনা কর্মসূচির আওতায় খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলায় দুই ধাপে ২৮০ জন প্রান্তিক কৃষকের মাঝে শীতকালীন সবজি বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (১৪ অক্টোবর) সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মো. আমির হোসেনের সঞ্চালনায় ও উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. রিপন হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত বীজ ও রাসায়নিক সার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিনা আফরোজ ভূঁইয়া। এ সময় উপজেলা মৎস্য কর্মকর্তা মো. মাহমুদুল হাসান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) কাজী মাসুদুর রহমান ও উপসহকারী কৃষি কর্মকর্তা অঞ্জন কুমার নাথসহ উপজেলা কৃষি বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সভায় উপজেলার চার ইউনিয়নের (দুই ধাপে) ২৮০ জন প্রান্তিক কৃষকের হাতে বেগুন, পালং শাক, লাল শাক, মটরশুটি, লাউ, মূলা ও বাটিশাকসহ ৭ রকমের সবজি বীজ এবং জনপ্রতি ১০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি রাসায়নিক সার বিতরণ করা হয়।