ঢাকা | সেপ্টেম্বর ৬, ২০২৫ - ১০:৩৫ অপরাহ্ন

শিরোনাম

মানিকছড়িতে ধানের পোকা দমনে পাচিং উৎসব

  • আপডেট: Saturday, September 6, 2025 - 1:31 pm

 মানিকছড়ি (খাগড়াছড়ি) প্রতিনিধি।। কৃষিই সমৃদ্ধি স্লোগানকে সামনে রেখে খাগড়াছড়ির মানিকছড়িতে আমন ধানের পোকা দমনে পরিবেশবান্ধব পাচিং উৎসব অনুষ্ঠিত হয়েছে। উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে শনিবার (৬ সেপ্টেম্বর) বেলা ১১টায় তিনটহরী ইউনিয়নের ডলু ব্লকের বড়ইতলী বিলে অর্ধশতাধিক স্থানীয় কৃষক এতে অংশ নেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কৃষি অধিদপ্তরের পার্টনার প্রকল্পের মনিটরিং অফিসার রিয়াজ হোসেন। এ সময় উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ জহির রায়হান ও উপ-সহকারী কৃষি কর্মকর্তা অঞ্জন কুমার নাথ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

কৃষি বিভাগ জানায়, পাচিং হলো মাঠে ডালপালা পুঁতে পাখিদের বসার সুযোগ করে দেওয়া, যাতে ফিঙ্গেসহ বিভিন্ন পাখি মাজরা, পাতা মোড়ানো পোকা, বিপিএইচ, গান্ধী পোকা ও লেদাপোকা খেয়ে ফসল রক্ষা করে। এতে কীটনাশক ব্যবহার ছাড়াই পোকা দমন সম্ভব হয়, কৃষকের খরচ কমে আসে এবং পরিবেশ সুরক্ষিত থাকে।

এ উপলক্ষে সকাল ১০টায় ডলু বড়ইতলী রেচাই কার্বারির বাড়িতে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে ‘পার্টনার ফিল্ড স্কুল’ ও কৃষকদের সেবা কেন্দ্র উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, পাচিং প্রযুক্তি পরিবেশ ও কৃষকবান্ধব। এ প্রযুক্তি সম্প্রসারণের মাধ্যমে কৃষকরা আরও লাভবান হবেন এবং উৎপাদন খরচও কমে আসবে।