মানিকছড়িতে জাতীয়তাবাদী ফোরামের পথসভা ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত

খাগড়াছড়ি প্রতিনিধি।। খাগড়াছড়ির সাবেক এমপি ও জেলা বিএনপির সভাপতি ওয়াদুদ ভুঁইয়ার পক্ষ থেকে মানিকছড়িতে পথসভা ও ফলজ বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়ন করেছে উপজেলা জাতীয়তাবাদী ফোরাম। শুক্রবার (৫ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার মাষ্টারঘাটাস্থ দাখিল মাদরাসা সংলগ্ন হল কক্ষে এ কর্মসূচি পালিত হয়।
উপজেলা জাতীয়তাবাদী ফোরামের সাংগঠনিক সম্পাদক মো. তারেক আজিজের সঞ্চালনায় এবং সিনিয়র সহ-সভাপতি এম এ হোসাইনের সভাপতিত্বে অনুষ্ঠিত পথসভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান মো. আরব আলী। প্রধান বক্তা ছিলেন উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. জাহাঙ্গীর হোসেন।
এছাড়া বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা জাতীয়তাবাদী ফোরামের সভাপতি অ্যাডভোকেট রেজাউল ইসলাম, সিনিয়র সহ-সভাপতি এম এস পারভেজ ও চট্টগ্রাম মহানগর ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক শরিফুল ইসলাম জুয়েল প্রমুখ।
বক্তারা বলেন, সাবেক এমপি ও জেলা বিএনপির সভাপতি ওয়াদুদ ভুঁইয়ার নির্দেশে উপজেলার বিভিন্ন এলাকায় সামাজিক, মানবিক ও স্বেচ্ছাসেবী কার্যক্রম পরিচালনা করে আসছে জাতীয়তাবাদী ফোরাম। এরই ধারাবাহিকতায় বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়ন করা হয়েছে এবং এই কার্যক্রম অব্যাহত থাকবে।
পথসভার আগে অতিথিরা মাষ্টারঘাটা জামে মসজিদের আঙ্গিনায় নারিকেলসহ বিভিন্ন ফলজ গাছের চারা রোপণ করেন। এসময় সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।