ঢাকা | সেপ্টেম্বর ৬, ২০২৫ - ১০:৩৭ অপরাহ্ন

শিরোনাম

মানিকছড়িতে আব্দুল জব্বার মেম্বার স্মৃতি ফুটবল টুর্নামেন্টে ম্যাচ ড্র

  • আপডেট: Saturday, September 6, 2025 - 1:38 pm

মানিকছড়ি (খাগড়াছড়ি) প্রতিনিধি।। খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলার যোগ্যাছোলা এলাকার কৃতি সন্তান, সাবেক ইউপি সদস্য, বিশিষ্ট ক্রীড়া সংগঠক ও সমাজসেবক মরহুম আব্দুল জব্বারের স্মরণে আয়োজন করা হয়েছে “আব্দুল জব্বার মেম্বার স্মৃতি ফুটবল টুর্নামেন্ট”। শনিবার সন্ধ্যায় তিনটহরী বাজার সংলগ্ন মাঠে উৎসবমুখর পরিবেশে টুর্নামেন্টের ম্যাচ ড্র ও অংশগ্রহণকারী দলের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মরহুমের পুত্র ও যোগ্যাছোলা ইউনিয়ন বিএনপির সভাপতি মো. জামাল উদ্দিন সরকার। সঞ্চালনা করেন তিনটহরী যুব স্পোর্টিং ক্লাবের সাধারণ সম্পাদক নয়ন দে। প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপির সভাপতি মো. এনামুল হক এনাম। স্বাগত বক্তব্য রাখেন টুর্নামেন্ট আহ্বায়ক ও তিনটহরী ইউনিয়ন যুবদলের আহ্বায়ক মো. নুরুল ইসলাম।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. মীর হোসেন, ক্রীড়ামোদি ব্যক্তিত্ব ও উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক মো. আবুল কাশেম, ক্লাবের প্রধান উপদেষ্টা ও জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি মো. মিজানুর রহমান, ইউপি প্যানেল চেয়ারম্যান মো. মোশাররফ হোসেন, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. জাহাঙ্গীর হোসেন ও ক্রীড়া সংগঠক এম এস পারভেজ।

বক্তারা বলেন, মরহুম আব্দুল জব্বার মেম্বার শুধু সমাজসেবকই নন, তিনি ক্রীড়াঙ্গনের একজন নিবেদিত প্রাণ সংগঠক ছিলেন। তার স্মরণে আয়োজিত এ টুর্নামেন্ট যুবসমাজকে মাদক ও অনলাইন জুয়ার আসক্তি থেকে দূরে রেখে ক্রীড়ায় মনোনিবেশে অনুপ্রাণিত করবে।

আলোচনা শেষে টুর্নামেন্টে অংশগ্রহণকারী দলের নাম ঘোষণা করা হয়। আয়োজক কমিটি জানিয়েছে, উপজেলার বিভিন্ন দল নিয়ে খুব শিগগিরই তিনটহরী উচ্চ বিদ্যালয় মাঠ ও যোগ্যাছোলা ইউনিয়ন পরিষদ সংলগ্ন মাঠে নকআউট পদ্ধতিতে খেলা শুরু হবে।

অনুষ্ঠানে জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক ইঞ্জিনিয়ার আমিরুল ইসলাম রকি, উপজেলা যুবদলের সদস্য সচিব মহিউদ্দিন কিশোর, উপজেলা জিয়া পরিষদের সাধারণ সম্পাদক মো. আমির হোসেন, যোগ্যাছোলা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. ইসমাইল হোসেনসহ স্থানীয় রাজনৈতিক ও ক্রীড়া সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।