মানবতার সৈনিক কফিল উদ্দিন: পানছড়ির সমাজসেবায় এক অনন্য দৃষ্টান্ত
খাগড়াছড়ি প্রতিনিধি।
পার্বত্য জেলার দুর্গম জনপদ পানছড়ির একজন নীরব সমাজকর্মী আজ স্থানীয়দের হৃদয়ে স্থান করে নিয়েছেন— তাঁর নাম মো. কফিল উদ্দিন। পেশায় তিনি হিল আনসার সদস্য, তবে দায়িত্বের সীমা পেরিয়ে বহুদিন ধরেই কাজ করে চলেছেন মানুষের কল্যাণে। সমাজসেবায় তাঁর নিরলস অবদান এখন অনুপ্রেরণার এক উজ্জ্বল উদাহরণ।
স্থানীয় সূত্রে জানা যায়, ধর্মীয় দায়িত্ববোধ ও মানবিক প্রেরণায় অনুপ্রাণিত হয়ে কফিল উদ্দিন এ পর্যন্ত ১৫০টিরও বেশি কবর খনন ও লাশ গোসল করানোর কাজ সম্পূর্ণ বিনামূল্যে সম্পন্ন করেছেন। কারও মৃত্যু সংবাদ পেলেই ছুটে যান তিনি, বিনিময়ে কখনো নেননি এক টাকাও।
সমাজে যখন মানবিকতা ও পরোপকার ক্রমশ হারিয়ে যাচ্ছে, তখন তাঁর এই নিঃস্বার্থ উদ্যোগ এলাকাবাসীর কাছে আশার আলো হয়ে উঠেছে।
মানবিক সেবার পাশাপাশি তিনি নিজ উদ্যোগে দুর্গম এলাকায় পানি ও বিদ্যুৎ সরবরাহের ব্যবস্থা করেছেন, যেখানে এখনো সরকারি সেবা পৌঁছায়নি। তাঁর প্রচেষ্টায় স্থানীয় আনসার ক্যাম্প, সেনাবাহিনী এবং সাধারণ মানুষ উপকৃত হচ্ছেন নিয়মিত।
এ ছাড়া, সমাজের অন্যায়-অবিচারের বিরুদ্ধে তিনি সক্রিয় ভূমিকা রাখছেন। বাল্যবিবাহ প্রতিরোধ, মাদকবিরোধী প্রচারণা এবং জনসচেতনতা বৃদ্ধি কার্যক্রমেও নিয়মিত অংশ নিচ্ছেন তিনি।
স্থানীয়রা বলছেন, “কফিল উদ্দিন এমন একজন মানুষ, যিনি বিনিময়ের আশা না করে নিঃস্বার্থভাবে সমাজের সেবায় নিজেকে নিবেদিত করেছেন। তাঁর মতো মানুষই আমাদের সমাজের প্রকৃত সম্পদ।”
নীরবে কাজ করেই মানুষের হৃদয় জয় করেছেন এই হিল আনসার সদস্য। মানবতার প্রতি তাঁর নিবেদন ও কর্মপ্রেরণা আজ পানছড়ির গণ্ডি পেরিয়ে পুরো খাগড়াছড়ি জেলায় প্রশংসিত হচ্ছে।











