মানবতাবিরোধী অপরাধ: আসাদুজ্জামানের মৃত্যুদণ্ড ও চৌধুরী মামুনের পাঁচ বছর জেল
জাগো জনতা অনলাইন।। জুলাই গণঅভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের মৃত্যুদণ্ডের রায় দিয়েছেন ট্রাইব্যুনাল। আর পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আব্দুল্লাহ আল-মামুনের ৫ বছরের কারাদণ্ডের রায় হয়েছে।
সোমবার বিকেলে এই রায় ঘোষণা করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর বিচারক। এর আগে একই মামলায় মৃত্যুদণ্ডের রায় হয় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার।
সোমবার দুপুর সাড়ে ১২টার পর ট্রাইব্যুনাল-১ এ রায় পড়া শুরু হয়। যা সরাসরি সম্প্রচার করে বিটিভি। রায় পড়ে শোনান বিচারপতি গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১। ট্রাইব্যুনালের অপর দুই সদস্য হলেন বিচারপতি শফিউল আলম মাহমুদ ও বিচারক মোহিতুল হক এনাম চৌধুরী।
গত বছরের ৫ আগস্টের পর থেকে শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামাল ভারতে অবস্থান করছেন। রায়ে দেশে তাদের সমস্ত সম্পত্তি জব্দ করতে বলা হয়েছে। আর এই মামলায় গ্রেপ্তার একমাত্র আসামি চৌধুরী মামুন গ্রেপ্তার ও পরে রাজসাক্ষী হন।
রায় ঘোষণার সময় ট্রাইব্যুনালে উপস্থিত ছিলেন জুলাই-আগস্টে আন্দোলনের সময় নিহতদের কয়েকজন স্বজন ও আহতরা। রায় ঘোষণার পর তাদের বেশ কয়েকজনকে আবেগাপ্লুত দেখা যায়।









