ঢাকা | ডিসেম্বর ৩, ২০২৫ - ২:৩৯ অপরাহ্ন

শিরোনাম

মাধ্যমিক শিক্ষকদের কর্মবিরতি স্থগিত, চলবে বার্ষিক পরীক্ষা

  • আপডেট: Wednesday, December 3, 2025 - 11:06 am

নিজস্ব প্রতিবেদক।। সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের আন্দোলনরত শিক্ষকরা তাদের কর্মবিরতি সাময়িকভাবে স্থগিতের ঘোষণা দিয়েছেন। ফলে আজ বুধবার (৩ ডিসেম্বর) থেকে স্কুলগুলোতে বার্ষিক পরীক্ষা যথারীতি অনুষ্ঠিত হবে। গতকাল মঙ্গলবার রাতে বাংলাদেশ সরকারি মাধ্যমিক শিক্ষক সমিতি এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এই ঘোষণা দেয়।

কর্মবিরতি স্থগিতের কারণ হিসেবে বলা হয়েছে, শিক্ষার্থীরা যাতে কোনোভাবে ক্ষতিগ্রস্ত না হয়, সেই বিষয়টি বিবেচনা করেই সমিতি এই সিদ্ধান্ত নিয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে—‘শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রম যাতে কোনোভাবে ব্যাহত না হয়, বিষয়টি বিবেচনায় নিয়ে কর্মবিরতি সাময়িকভাবে স্থগিত করার সিদ্ধান্ত হয়েছে। পরীক্ষার অনিশ্চয়তায় শিক্ষার্থী ও অভিভাবকরা যে মানসিক চাপের মধ্যে ছিলেন, তা অনুধাবন করে দায়িত্ববোধের জায়গা থেকে শিক্ষা কার্যক্রমে ফিরে যাওয়ার সিদ্ধান্ত গ্রহণ করা হয়।’

সমিতি আজ বার্ষিক পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য সংশ্লিষ্ট সবাইকে সহযোগিতা করার আহ্বান জানিয়েছে।

সোমবার (১ ডিসেম্বর) থেকে আর্থিক সুবিধা ও পদোন্নতিসহ চার দফা দাবিতে সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকরা কর্মবিরতি পালন করছিলেন। ফলে ঢাকাসহ দেশের অধিকাংশ বিদ্যালয়ে গত দুই দিন বার্ষিক পরীক্ষা অনুষ্ঠিত হয়নি।

শিক্ষকদের মূল দাবিগুলো ছিল—

১. সহকারী শিক্ষক পদকে বিসিএস (সাধারণ শিক্ষা) ক্যাডারভুক্ত করে নবম গ্রেডসহ পদসোপান ও মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের গেজেট প্রকাশ।

২. বিদ্যালয় ও পরিদর্শন শাখায় কর্মরত শিক্ষকদের বিভিন্ন শূন্য পদে নিয়োগ, পদোন্নতি ও পদায়ন দ্রুত কার্যকর করা।

৩. সুপ্রিম কোর্টের রায়ের আলোকে বকেয়া টাইম স্কেল ও সিলেকশন গ্রেডের মঞ্জুরি আদেশ দেওয়া।

৪. ২০১৫ সালের মতো সহকারী শিক্ষকদের ২ থেকে ৩টি ইনক্রিমেন্টসহ অগ্রিম বর্ধিত বেতন-সুবিধা বহাল করে গেজেট প্রকাশ।

দেশে বর্তমানে পৌনে ৭০০-এর মতো সরকারি মাধ্যমিক বিদ্যালয় রয়েছে। মূলত পুরোনো সরকারি মাধ্যমিক বিদ্যালয়গুলোতে পরীক্ষা অনুষ্ঠিত না হওয়ায় অভিভাবক মহলে ক্ষোভের সৃষ্টি হয়েছিল।