মাটিরাঙ্গায় সেনাবাহিনীর উদ্যোগে চিকিৎসা সেবা প্রদান
মাটিরাঙ্গা প্রতিনিধি : সম্প্রীতি ও উন্নয়নের ধারাবাহিকতায় দুর্গম পাহাড়ি এলাকা খাগড়াছড়ির মাটিরাঙ্গা সেনা জোনের উদ্যোগে স্থানীয় অসহায় ও দুস্থ ব্যক্তির্গের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ প্রদান করা হয়েছে।
বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) সকাল ১১ঘটিকায় উপজেলার গকুলপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ চিকিৎসা সেবা প্রদান করা হয়। উক্ত চিকিৎসা সেবা প্রদান করেন মাটিরাঙ্গা জোনের মেডিক্যাল অফিসার। এসময় সর্বমোট পাঁচ শতাধিক স্থানীয় দরিদ্র পাহাড়ি ও বাঙালির মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়।
চিকিৎসা সেবা ও ঔষধ পেয়ে সুবিধাভোগীরা মাটিরাঙ্গা জোন তথা বাংলাদেশ সেনাবাহিনীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
মাটিরাঙ্গা জোন কমান্ডার বলেন, সম্প্রীতি ও উন্নয়ন নিশ্চিতকরণের লক্ষ্যে মাটিরাঙ্গা জোন পাহাড়ের মানুষের পাশে থেকে তাদের চিকিৎসা সেবা ও নিরাপত্তা নিশ্চিতকল্পে আন্তরিকভাবে কাজ করে আসছে এবং ভবিষ্যতেও এর ধারা অব্যাহত থাকবে।