ঢাকা | ফেব্রুয়ারী ৫, ২০২৫ - ১১:২৫ অপরাহ্ন

শিরোনাম

মাটিরাঙ্গায় নবাগত জেলা প্রশাসকের মতবিনিময় সভা

  • আপডেট: Wednesday, February 5, 2025 - 5:18 pm

আরিফুল ইসলাম মহিন, খাগড়াছড়ি প্রতিনিধি: খাগড়াছড়ির মাটিরাঙ্গায় নবাগত জেলা প্রশাসক এবিএম ইফতেখারুল ইসলাম খন্দকার স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ ও বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেছেন। বুধবার বিকেল তিনটায় মাটিরাঙ্গা উপজেলা সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। উপজেলা প্রশাসনের আয়োজনে নির্বাহী কর্মকর্তা মো. মনজুর আলমের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন স্থানীয় সরকারের জেলা উপপরিচালক নাজমুন আরা সুলতানা, সহকারী কমিশনার (ভূমি) খাদিজা তাহিরা, থানার অফিসার ইনচার্জ মো. তফিকুল ইসলাম তৌফিক, কৃষি অফিসার সবুজ আলী, আবাসিক মেডিকেল অফিসার, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আশরাফুল আলম সিরাজী, বিএনপি সভাপতি মো. বাহাদুর খান, জামায়াতের আমীর মাওলানা আব্দুল জলিল, প্রেসক্লাব সভাপতি মো. জসীম উদ্দিন জয়নাল ও সাধারণ সম্পাদক মো. আলমগীর হোসেনসহ অনেকে।

 

সভায় বক্তারা উপজেলার বিভিন্ন সমস্যা, উন্নয়ন ও সম্ভাবনার বিষয়ে উন্মুক্ত আলোচনা করেন। জনপ্রতিনিধিরা এলাকার বিদ্যুৎ, শিক্ষা, স্বাস্থ্য ও যাতায়াত ব্যবস্থার উন্নয়নে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণের আহ্বান জানান। প্রশাসনিক দপ্তরগুলোর মধ্যে সমন্বয় বাড়িয়ে দ্রুত সেবা নিশ্চিত করার ওপরও গুরুত্বারোপ করা হয়।

 

উপজেলার সড়ক অবকাঠামো উন্নয়ন, কৃষিক্ষেত্রে আধুনিক প্রযুক্তি ব্যবহারের প্রয়োজনীয়তা এবং স্থানীয় পর্যায়ে কর্মসংস্থান বৃদ্ধির বিষয়ে মতবিনিময় হয়। ব্যবসায়ীরা বাজার স্থিতিশীল রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

 

নবাগত জেলা প্রশাসক এবিএম ইফতেখারুল ইসলাম খন্দকার বলেন, “সরকারি সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে আমরা কাজ করছি। মাটিরাঙ্গার সমস্যা চিহ্নিত করে তা সমাধানে প্রশাসন কাজ করবে।” তিনি শিক্ষা, স্বাস্থ্য, বিদ্যুৎ ও অবকাঠামো খাতকে অগ্রাধিকার দেওয়ার প্রতিশ্রুতি দেন।

 

প্রশাসনিক কর্মকর্তা ও জনপ্রতিনিধিদের মধ্যে সুসম্পর্ক ও কার্যকর সমন্বয়ের ওপর জোর দেন তিনি। বলেন, “জনগণের প্রত্যাশা পূরণে সবার সম্মিলিত প্রচেষ্টা দরকার। দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”

 

রাজনৈতিক নেতারা উন্নয়নমূলক কর্মকাণ্ডে দল-মত নির্বিশেষে একসঙ্গে কাজ করার গুরুত্ব তুলে ধরেন। পাশাপাশি, আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত করতে প্রশাসনের ভূমিকা নিয়ে আলোচনা করেন।

 

সভা শেষে জেলা প্রশাসক মাটিরাঙ্গার সার্বিক উন্নয়নে প্রশাসনিক উদ্যোগ জোরদার করার প্রতিশ্রুতি দেন। তিনি বলেন, “জনগণের সমস্যা সমাধানে প্রশাসন সবসময় পাশে থাকবে। উন্নয়নের ধারা অব্যাহত রাখতে সকলে একযোগে কাজ করব।