ঢাকা | অক্টোবর ১৬, ২০২৫ - ৬:৫২ অপরাহ্ন

শিরোনাম

মহালছড়ি সরকারি কলেজে এইচএসসি পরীক্ষার ফলাফল বিপর্যয়: পাশের হার মাত্র ১৭.৬০ শতাংশ

  • আপডেট: Thursday, October 16, 2025 - 4:52 pm

মোঃ কাউছারুল ইসলাম, মহালছড়ি।

২০২৫ সালের এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। খাগড়াছড়ি পার্বত্য জেলায় মহালছড়ি সরকারি কলেজ চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীনে মোট ৫৩৫ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে, যার মধ্যে উত্তীর্ণ হয়েছে ৯৪ জন। ফলে মহালছড়ি সরকারি কলেজের গড় পাশের হার দাঁড়িয়েছে মাত্র ১৭.৬০ শতাংশ।

মহালছড়ি সরকারি কলেজ অফিস সূত্রে জানা গেছে, এ বছরে উক্ত শিক্ষা প্রতিষ্ঠান থেকে কোনো পরীক্ষার্থী জিপিএ-৫ অর্জন করেনি। খাগড়াছড়ি পার্বত্য জেলার মধ্যে মহালছড়ি সরকারি কলেজ উপজেলাভেদে ফলাফলে সর্বনিম্ন লক্ষ্য করা গেছে।

পরীক্ষার বিষয়ে কথা হয় মোহাম্মদ জুয়েল হাসান নামের এক অভিভাবকের সঙ্গে। তিনি বলেন, ‘এই কলেজ সরকারি এবং পড়াশোনার অবস্থা ভালো হবে দেখে ছেলেকে এখানে ভর্তি করিয়েছি। কিন্তু এবারের ফলাফল দেখে কিছুটা শঙ্কিত।’

এ বিষয়ে কলেজের অধ্যক্ষ অধ্যাপক মোহাম্মদ শামসুল আলম বলেন, আমাদের কলেজে যারা ভর্তি হন, তাদের বেশিরভাগের মাধ্যমিকের ফলাফল থাকে মাঝারি মানের। সেক্ষেত্রে একটি চ্যালেঞ্জের মুখোমুখি হন এখানকার শিক্ষকরা। তিনি ফলাফল বিপর্যয়ের পেছনে অবকাঠামোগত সমস্যা, ক্লাসরুম ও বিভিন্ন বিভাগের শিক্ষক সংকটকেও দায়ী করেছেন। তিনি বলেন, “এ প্রতিষ্ঠানের নতুন অধ্যক্ষ হিসেবে আমার দায়িত্ব শুরু হলো। আমি এ প্রতিষ্ঠানের ফলাফলের আশানুরূপ মানোন্নয়নের ব্যাপারে কাজ শুরু করব। এ ব্যাপারে প্রতিষ্ঠানের সব শিক্ষকের আন্তরিক সহায়তা একান্ত কাম্য।”

অন্যদিকে, মহালছড়ি উপজেলার সচেতন মহল মনে করছে, ফলাফলের এই নিম্নগতি শিক্ষকদের দায়িত্বহীনতা, শিক্ষার্থীদের অনাগ্রহ এবং অভিভাবকদের পর্যাপ্ত মনোযোগের অভাবের ফল। তাদের মতে, “শিক্ষকদের আরও আন্তরিক হতে হবে এবং অভিভাবকদের সন্তানদের পড়াশোনায় বাড়তি মনোযোগ দেওয়া জরুরি।”