মহালছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দুই মাস ধরে বিকল অ্যাম্বুলেন্স, ভোগান্তিতে রোগীরা
মোঃ কাউছারুল ইসলাম, মহালছড়ি প্রতিনিধি।
খাগড়াছড়ি পার্বত্য জেলার মহালছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দীর্ঘদিন ধরে অ্যাম্বুলেন্স দুইটি বিকল হয়ে পড়ে আছে। ফলে বিপাকে পড়েছেন রোগীর স্বজনেরা। মুমূর্ষু রোগীদের চড়া দামের ভাড়ার গাড়ি নিয়ে খাগড়াছড়ি সদর ও চট্টগ্রামে পাঠাতে হচ্ছে।
গত শনিবার রাতে মহালছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে দেখা যায়, উপজেলা সদরের মোহাম্মদপুর গ্রামের বাসিন্দা মহালছড়ি কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-সহকারী কৃষি কর্মকর্তা মো. নূর মোহাম্মদ রসূলকে নিয়ে তাঁর সন্তানরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আসেন। শারীরিক অবস্থা দেখে জরুরি বিভাগে কর্মরত চিকিৎসক রসূলকে দ্রুত খাগড়াছড়ি জেলা সদর হাসপাতালে নিতে বলেন। রসূলের সন্তান ও তাঁর প্রতিবেশীরা খোঁজ নিয়ে জানতে পারেন, হাসপাতালের দুইটি অ্যাম্বুলেন্সই নষ্ট। পরে রোগীর স্বজনরা ভাড়া করা মাহিন্দ্রা করে খাগড়াছড়ি জেলা সদর হাসপাতালে নিয়ে যাওয়ার পথে নূর মোহাম্মদ রসূল মারা যান।
মহালছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, ২০১১ সালে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ এখানে একটি অ্যাম্বুলেন্স দেয়। পরবর্তীতে ২০২১ সালে স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে আরও একটি অ্যাম্বুলেন্স দেওয়া হয়েছে। বছর খানিক বেশ ভালোভাবে রোগী পরিবহন করেছিল এগুলো। এরপর নানা ধরনের যান্ত্রিক ত্রুটি দেখা দেয়। প্রথম অ্যাম্বুলেন্সটি ইঞ্জিন সমস্যার কারণে কয়েক বছর ধরে অচল হয়ে আছে। সর্বশেষ গত মাস থেকে দ্বিতীয় অ্যাম্বুলেন্স বিকল হয়ে যায়। বর্তমানে অ্যাম্বুলেন্সটির চারটি চাকা নষ্ট, ইঞ্জিনেও রয়েছে নানা সমস্যা। প্রথম অ্যাম্বুলেন্সটি সচল করতে সাড়ে তিন লাখ টাকা লাগবে, দ্বিতীয় অ্যাম্বুলেন্সটি সচল করতে লাগবে নতুন চারটি চাকা।
এ প্রসঙ্গে মহালছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা ধনিষ্ঠা চাকমা বলেন, অ্যাম্বুলেন্স মেরামত এবং নতুন একটি অ্যাম্বুলেন্স বরাদ্দের জন্য আবেদন করা হয়েছে। আশা করছি অচিরেই এ সমস্যার সমাধান হবে।











