ঢাকা | ফেব্রুয়ারী ২৩, ২০২৫ - ৩:৫১ অপরাহ্ন

শিরোনাম

মহালছড়ি উপজেলা স্কাউটের ত্রৈ-বার্ষিক কাউন্সিল সম্পন্ন

  • আপডেট: Wednesday, February 12, 2025 - 11:59 am
মো. কাউসারুল ইসলাম, মহালছড়ি: খাগড়াছড়ি পার্বত্য জেলার মহালছড়ি উপজেলার বাংলাদেশ স্কাউট মহালছড়ি উপজেলা শাখার ত্রৈ-বার্ষিক কাউন্সিল সম্পন্ন হয়েছে।
বুধবার মহালছড়ি সরকারি উচ্চ বিদ্যালয় অডিটোরিয়ামে এই কাউন্সিল সম্পন্ন হয়।
অনুষ্ঠানে মহালছড়ি সরকারি উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক  ও জেলা স্কাউট প্রতিনিধি  মোঃ জয়নাল আবেদীন’র  সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহালছড়ি উপজেলা নির্বাহী অফিসার মেহেদী হাসান খান শাওন। বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন মহালছড়ি প্রাথমিক শিক্ষা অফিসার মোহাম্মদ রফিকুল ইসলাম খান, প্রাইমারি সহকারী শিক্ষা অফিসার উক্রাচিং চৌধুরী ও মহালছড়ি সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিপুল বিকাশ খীসা সহ উপজেলার বিভিন্ন স্কুলের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকবৃন্দ।
কাউন্সিলে আগামী তিন বছরের জন্য বাংলাদেশ স্কাউটস মহালছড়ি উপজেলা শাখার একটি নির্বাহী কমিটি গঠন করা হয়। নির্বাহী কমিটিতে পদাধিকার বলে সভাপতি মনোনীত হন মহালছড়ি উপজেলা নির্বাহী অফিসার মেহেদী হাসান খান শাওন এবং সবার সম্মতিক্রমে সম্পাদক পদে নির্বাচিত হন সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিপুল বিকাশ খীসা।
এছাড়াও উপস্থিত সবার সম্মতিক্রমে পাঁচ জন সহ-সভাপতি, কমিশনার এক জন, সহকারী কমিশনার ৭ জন, কোষাধ্যক্ষ একজন, ক্যাশিয়ার একজন, যুগ্ন সম্পাদক একজন, কাব লিডার একজন ও স্কাউট লিডার পদে একজন নির্বাচিত হয়েছেন।