ঢাকা | ডিসেম্বর ১৯, ২০২৫ - ৯:৪২ অপরাহ্ন

শিরোনাম

মহালছড়ি উপজেলা ত্রিপুরা ঐক্য পরিষদের সভাপতি শ্যামল ত্রিপুরা ও সম্পাদক কতিবালা ত্রিপুরা নির্বাচিত

  • আপডেট: Friday, December 19, 2025 - 8:04 pm

মো. কাউছারুল ইসলাম, মহালছড়ি।

বাংলাদেশ ত্রিপুরা ঐক্য পরিষদ, মহালছড়ি উপজেলা শাখার নতুন কমিটি গঠন উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় একটি মিলনায়তনে আয়োজিত এই সভায় ত্রিপুরা সম্প্রদায়ের নেতৃবৃন্দ, রাজনৈতিক ব্যক্তিত্ব, সুধীজন ও বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ ত্রিপুরা ঐক্য পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি মাচাং ক্ষণি রঞ্জন ত্রিপুরা। তিনি তাঁর বক্তব্যে বলেন, “ত্রিপুরা জনগোষ্ঠীর অধিকার, সংস্কৃতি ও ঐতিহ্য রক্ষায় ঐক্য পরিষদ নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তৃণমূল পর্যায়ে সংগঠনকে আরও শক্তিশালী করতে উপজেলা কমিটির ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।” তিনি নতুন কমিটির নেতৃবৃন্দকে ঐক্য, সততা ও জনগণের কল্যাণে কাজ করার আহ্বান জানান।

সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহালছড়ি উপজেলা বিএনপির সভাপতি মো. আনোয়ার হোসেন। তিনি বলেন, “পাহাড়ে শান্তি, সম্প্রীতি ও উন্নয়নের জন্য সকল জাতিগোষ্ঠীর মধ্যে পারস্পরিক সহযোগিতা ও সহাবস্থান জরুরি। ত্রিপুরা ঐক্য পরিষদ সামাজিক উন্নয়ন ও অধিকার আদায়ে ইতিবাচক ভূমিকা রাখবে বলে আমরা আশাবাদী।”

আরও বক্তব্য রাখেন মহালছড়ি উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক মো. আব্দুল ছাত্তার। তিনি বলেন, “সংগঠনের শক্তি আসে তৃণমূল থেকে। নতুন কমিটি জনগণের পাশে দাঁড়িয়ে শিক্ষা, স্বাস্থ্য ও সামাজিক সচেতনতা বৃদ্ধিতে কাজ করবে—এটাই আমাদের প্রত্যাশা।”

আলোচনা সভায় সভাপতিত্ব করেন মহালছড়ি উপজেলা ত্রিপুরা ঐক্য পরিষদের সভাপতি মাচাং শ্যামল ত্রিপুরা। সভাপতির বক্তব্যে তিনি নতুন কমিটির প্রতি আস্থা প্রকাশ করে বলেন, “এই কমিটি ত্রিপুরা সম্প্রদায়ের ন্যায্য দাবি আদায়, সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণ এবং সামাজিক উন্নয়নে ঐক্যবদ্ধভাবে কাজ করবে।”

সভা শেষে নবগঠিত উপজেলা কমিটির নেতৃবৃন্দকে শুভেচ্ছা জানানো হয় এবং ভবিষ্যতে সংগঠনের কার্যক্রম আরও গতিশীল করার লক্ষ্যে বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করা হয়। পুরো আয়োজনটি উৎসবমুখর ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়।